‘পাশবালিশ মিষ্টি’! কাটোয়ার মেলায় দেদার বিক্রি হচ্ছে একফুট দৈর্ঘ্যের রসলম্বা, আপনিও কিনে দেখবেন নাকি?

এক ফুট দৈর্ঘ্যের একটা মিষ্টি। বিক্রিও হচ্ছে দেদার। লোকজন কেনার জন্য ভিড় জমাচ্ছে কাতারে কাতারে। কী, ভাবছেন কোনও গল্পকথা? আজ্ঞে না, এটা বাস্তব। এমনই দৈর্ঘ্যের মিষ্টি বিকোচ্ছে কাটোয়ার শ্রীখণ্ড নরহরি সরকার ঠাকুরের মেলায়। নাম রসলম্বা। দাম ১০০, ১২০ টাকা। আর সেই মিষ্টি কিনতেই দূর-দূরান্ত থেকে লোকও হাজির হচ্ছে মেলায়।
প্রত্যেক বছর অগ্রহায়ণ মাসের একাদশী তিথিতে কাটোয়ার শ্রীখণ্ড গ্রামের বরডাঙ্গায় নরহরি সরকার ঠাকুরের স্মৃতিতে মেলা বসে। তিনি ছিলেন শ্রীচৈতন্যদেবের অন্যতম পার্ষদ। এই শ্রীখণ্ড এলাকাতেই নরহরি সাধনা করতেন। এখানেই রয়েছে তাঁর সমাধিস্থল।
প্রতিবছর অগ্রহায়ণ মাসের একাদশী তিথিতে নরহরি ঠাকুরের প্রয়াণদিবস পালিত হয়। সেই উপলক্ষ্যে সমাধিস্থলের অদূরে বরডাঙ্গা মাঠে মেলা বসে। এবছরেও তার ব্যতিক্রম হয়নি। তবে মাঝে দু’বছর করোনা পরিস্থিতির কারণে এই মেলা বন্ধ ছিল। এবছর ফের পুরানো ছন্দে মেলা।
এই মেলাতেই প্রায় একশোর বেশি দোকানপাট বসেছে। এর মধ্যে রয়েছে মিষ্টির দোকান ও তেলেভাজার দোকান। তবে এই মেলার অন্যতম আকর্ষণ হচ্ছে রসলম্বা মিষ্টি। ছানা ও নলেন গুড় দিয়ে তৈরি এই মিষ্টি মন কেড়েছে মেলায় আগত সকলের।
এই রসলম্বা বিক্রি হচ্ছে বেশ কিছু মিষ্টির দোকানে। প্রায় ১ ফুটের প্রতি রসলম্বার দাম ১০০ থেকে ১২০ টাকা। তবে ৮০ বা ৬০ টাকা পিসেরও রসলম্বা রয়েছে বটে। এই রসলম্বা এখন বরডাঙ্গা মেলার হটকেক। তা কেনার জন্য ভিড় চোখে পড়ার মতো।
বরডাঙ্গার এই মেলায় নানান অনুষ্ঠানও হয়। চারদিন ধরে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। আর মেলায় দোকানপাট থাকে ৭ দিন। গত দু’বছর করোনা পরিস্থিতির কারণে হয়নি মেলা। তাই এই বছর এমনিতেও মেলায় ভিড় বেশি। আর তার উপর এই রসলম্বা মিষ্টির জন্য মেলায় ভিড় আরও জমে উঠেছে বলা যায়।