ভোট কর্মীদের অভিযোগে আজ ভোটের দিন সকাল থেকেই তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডলকে নজরবন্দী করে রাখার নির্দেশ দেয় নির্বাচন কমিশন৷ এরপর সেই নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। কিন্তু লাভের লাভ হলো না৷
অনুব্রত মন্ডলকে নজরবন্দী করে রেখে নির্বাচন কমিশন বেআইনি কাজ করছে এই অভিযোগ নিয়ে তৃণমূলের পক্ষ থেকে হাইকোর্টে মামলা দায়ের করা হলেও। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক মামলার শুনানি করে আপাতত রায় দেন যে, যেহেতু এই নজরবন্দী করে রাখার কারণ সুষ্ঠ ভাবে ভোট করার কারণে, তাই আপাতত নজরবন্দীই হয়ে থাকবেন অনুব্রত মন্ডল। তাঁর নজরবন্দীতে কোনো অন্তবর্তী স্থগিতাদেশ দিলেন না কলকাতা হাইকোর্টের বিচারপতি৷ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে তিন সপ্তাহ পর।