লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে মাত্র। প্রস্তুতি চলছে তৃতীয় দফার ভোটের৷ এরমধ্যেই দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে নারায়ণপুরের জনসভায় দলের হয়ে প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সেখানেই এবারে বাংলার থেকে প্রার্থী হওয়ার জন্য তাকে অনুরোধ জানালেন মুকুল রায়৷
এদিনের এই জনসভায় মুকুল রায় বলেন যে বাংলায় কোনে গণতন্ত্র নেই। তাঁর মতে এখন বাংলাকে বাঁচাতে পারে একমাত্র নরেন্দ্র মোদী , তাই প্রধানমন্ত্রীকে এবারে বাংলার প্রার্থী হওয়ার অনুরোধ মুকুলের। যদিও এই বিষয়ে নরেন্দ্র মোদী কোনো বক্তব্য করেননি৷ তিনি কোন লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াতে চলেছেন সেটিও এখনও স্পষ্ট নয়।
এই সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাকে কটাক্ষ করেন নরেন্দ্র মোদী। তিনি মন্তব্য করেন যে, নিজেদের লোক দিয়ে প্রচার করিয়ে আর লাভ না হওয়ায় এবারে দেশের আইনকানুন ভেঙে বিদেশী অভিনেতাদের দিয়ে প্রচার চালাচ্ছে তৃণমূল৷ সঙ্গে এদিনের জনসভায় চিটফান্ড নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷