পুজোয় আসছে ঘূর্ণিঝড়, অক্টোবরের তৃতীয় সপ্তাহে ঘটছে প্রবেশ

একে করোনায় রক্ষা নেই, ঘূর্ণিঝড় দোসর। মে মাসে ঘূর্ণিঝড় বাংলায় আমফানের জের মিটতে না মিটতেই বাংলাদেশে এবার অক্টোবরের তৃতীয় সপ্তাহে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় গতি। এই নামকরণ করেছে ভারত। আমফানে লন্ডভন্ড হয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গ। কিন্তু বাংলাদেশেও এর প্রভাব পড়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই দুর্গাপুজোর মধ্যেই আছড়ে পড়তে চলেছে গতি।
আবহাওয়া বিভাগ এর তরফ থেকে জানানো হয়েছিল যে অক্টোবর মাসে বঙ্গোপসাগরের একটি বা দুটি নিম্নচাপ তৈরি হবে। এর মধ্যে একটি নিম্নচাপ ক্রমশই শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। সেই আশঙ্কা কে সত্যি করে গত ৩০শে সেপ্টেম্বর উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন অঞ্চল এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়েছে।হাওয়া অফিস জানিয়েছে এই নিম্নচাপ ই শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং আছড়ে পড়বে বাংলাদেশে।
বস্তুত অক্টোবর-নভেম্বর মাসে বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয় যার মধ্যে কোন কোন ব্যক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। বাংলাদেশে একে আশ্বিন-কার্তিকের তুফান বলে। এই বাংলাদেশে এবার দুর্গাপুজোর সময় বেশ বিপদের সম্ভাবনা আছে বলছে হাওয়া অফিস।