বাংলাদেশের জাতীয় কবি নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুরের কোনও অবদান নেই! বিশ্বকবিকে বয়কটের ডাক সঙ্গীতশিল্পী নোবেলের

আবারো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে বিতর্কিত মন্তব্য বাংলাদেশ সংগীত শিল্পী মইনুল আহসান নোবেলের। এবার রবি ঠাকুরকে বাংলাদেশে বয়কটের ডাক দিয়েছেন নোবেল। তার পাশে দাঁড়িয়েছেন গায়ক হিরো আলম।
সম্প্রতি নিজের ফেসবুক পেজ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বেলাকাম মন্তব্য করেন নোবেল তিনি সরাসরি বাংলাদেশের সাহিত্যচর্চা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে বয়কটের ডাক দিয়েছেন।। দাবি করেছেন, ‘আমাদের জাতীয় কবি নজরুল’।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর এবং তাঁর রাবীন্দ্রিক সাহিত্যচর্চা অবিলম্বে বাংলাদেশ থেকে বয়কট করা হউক। আমাদের জাতীয় কবি নজরুল! বিদ্রোহী কবি; যখন আমাদের অধিকার আদায়ে সক্রিয় ছিলেন। রোজ রোজ ব্রিটিশদের কাছে কারাবন্দী হতেন, কনডেম সেলে টর্চারের শিকার হচ্ছিলেন, তখন বিরিটিশদের চাটুকারিতা করে সো-কল্ড বিশ্বকবি বিন্দাস আমাদের বাপ-দাদার রক্ত চুষে খাচ্ছিলো।’
এই পোস্ট কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়। এক সময় এদেশে রিয়ালিটি শোতে রবীন্দ্র সংগীত গেয়েই প্রশংসা করিয়েছিলেন নোবেল। তারপর এহেন মন্তব্যে কটাক্ষ ছুড়েছেন নেটিজেনরা।