বাংলাদেশ

ঘটনার পুনরাবৃত্তি! রাতের অন্ধকারে হিন্দু মন্দিরে হামলা, দুর্গাপুজোর আগেই ভাঙা হল দুর্গামূর্তি, তুমুল শোরগোল বাংলাদেশে

দুর্গাপুজোর আগেই হামলা চালানো হল হিন্দু মন্দিরে, ভাঙা হল দুর্গা প্রতিমা। রাতের অন্ধকারে হামলা চালিয়ে ভাঙা হল মূর্তি। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের বরিশালের মেহেন্দিগঞ্জের কাশীপুর মন্দিরে।

সূত্রের খবর, দুর্গাপুজো উপলক্ষ্যে প্রতিমা তৈরি করা হচ্ছিল ওই মন্দিরে। মূর্তি গড়ার কাজ শেষ হয়েছে সবেমাত্র। মূর্তিতে রঙের পোঁচ পড়া বাকি। কিন্তু এরই মধ্যে ঘটে গেল হিংসার ঘটনা। গত রবিবার স্থানীয় বাসিন্দারা মন্দিরে ঢুকে মূর্তিগুলিকে ভাঙা অবস্থায় দেখেন। শনিবার রাতে দুষ্কৃতীরা হামলা চালিয়ে এই কাণ্ড ঘটিয়েছে বলে অনুমান করা হচ্ছে।

মন্দির কমিটির সভাপতি দিলীপ ঢালির কথায়, মন্দির নিয়ে কারও সঙ্গে কোনও বিরোধিতা ছিল না। তাই ঠিক কারা এ কাজ করেছে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। প্রতিমা ভাঙচুর হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মেহেদিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাদলকৃষ্ণ পাল। এই হিংসার ঘটনার তীব্র প্রতিবাদ জানান তিনি। তিনি পুলিশে আর্জি জানিয়েছেন যাতে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়।

তবে মনে করা হচ্ছে, বাংলাদেশের বর্তমান শাসক দল আওয়ামী লীগের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এমন ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করে দেখেন মেহেন্দিগঞ্জ উপজেলার নির্বাহীন আধিকারিক মোহাম্মদ নুরুন্নবী এবং মেহেদিগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক শফিকুল ইসলাম। সব দিক খতিয়ে দেখেই দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে তাদের তরফে।

প্রসঙ্গত, বাংলাদেশে হিন্দু মন্দিরে হামলা বা মূর্তি ভাঙচুর করা নতুন ঘটনা নয়। গত বছর দুর্গা পুজোর সময় দুর্গা মন্দিরে হামলা চালিয়ে ভাঙা হয়েছিল দুর্গা প্রতিমা। তা নিয়ে কার্যত আগুন জ্বলেছিল প্রতিবেশী দেশে। কিছুদিন আগেও ফুটবল খেলাকে কেন্দ্র করে অশান্তি ছড়ানোর জেরে ভাঙচুর করা হয় হিন্দু মন্দিরে। বাংলাদেশি সরকারের তরফে হিন্দু মন্দিরে হামলা নিয়ে বারবার সতর্ক করা হলেও, সেই ঘটনা যে কমেনি, সেই প্রমাণ ফের মিলল।

Related Articles

Back to top button