বাংলাদেশ

সোশ্যাল মিডিয়ায় রবীন্দ্রনাথ ও জাতীয় সংগীত নিয়ে আপত্তিকর মন্তব্য, সঙ্গীত শিল্পী নোবেলকে লিগ্যাল নোটিশ পাঠালো আইনজীবী

সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিতর্কিত মন্তব্য এবং বয়কটের ডাক দিয়েছিলেন সংগীত শিল্পী মইনুল আহসান নোবেল। এবার সেই মন্তব্যের জন্য নোবেলকে আইনি নোটিশ পাঠালেন আইনজীবী মিঠুন বিশ্বাস। পোস্ট দু’টি অপসারণ ও অপরাধ স্বীকার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে।

গত 14 আগস্ট রবিবার নোবেলের ঢাকার ডেমরা ঠিকানায় নোটিশ পাঠিয়েছেন অ্যাডভোকেট মিঠুন বিশ্বাস। রবীন্দ্রনাথ ও জাতীয় সংগীত নিয়ে আপত্তিকর মন্তব্য এবং সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করার জন্য এই লিগ্যাল নোটিস পাঠানো হয়েছে।

ওই স্ট্যাটাস দু’টিতে নোবেল বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ গানটির বিরুদ্ধে ইচ্ছাকৃত কুৎসা বিদ্বেষ মূলক প্রচার করেছেন। এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে হেয় প্রতিপন্ন করার সঙ্গে তাঁর নামে কুৎসা রটিয়েছেন।

নোটিশে বলা হয়েছে ১০ ও ১১ অগাস্ট নোবেলের ফেসবুক পেজ থেকে রবীন্দ্রনাথ সম্পর্কিত যে দুটি পোস্ট করা হয়েছে তা আগামী ৭ দিনের মধ্যে ডিলিট করতে হবে। প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় এসে ভুল স্বীকার করে ক্ষমা চাইতে বলা হয়েছে নোবেলকে। তা না হলে ডিজিটাল নিরাপত্তা আইনের সংশ্লিষ্ট ধারায় আদালতে মামলা দায়ের করা হবে।

Related Articles

Back to top button