‘হাড় নেই, চাপ দেবেন না’, হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে লড়ছে এমবিবিএস পড়ুয়া, ভাইরাল ছবি

‘হাড় নেই, চাপ দেবেন না’। হাসপাতালের বেডে শয্যাশায়ী যুবক আর তাঁর মাথার ব্যান্ডেজে লেখা উক্ত বাক্যটি। এমনই একটি ছবি নেট মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। কেউ মজা করে এমন কথা লেখেনি, বরং ওই যুবকের মাথায় যাতে একফোঁটাও চাপ না দেওয়া হয়, এই কারণেই এমন কথা লিখে দিয়েছে চিকিৎসকরাই।
জানা গিয়েছে, ওই যুবকের নাম মাহাদি জে আকিব। চট্টগ্রাম মেডিক্যাল কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্র তিনি। রাজনীতিও করে আকিব। অভিযোগ, মতের অমিল হওয়ায় কলেজেরই কিছু পড়ুয়া আকিবের উপর চড়াও হয়। বেধড়ক মারধর করা হয় তাঁকে। এর জেরে তাঁর মাথার হাড় গুঁড়িয়ে যায়, এই অবস্থায় আকিবকে ফেলে রেখে পালায় তারা। এরপর তাঁকে উদ্ধার করে আকিবের বন্ধুরা। চট্টগ্রাম মেডিক্যাল কলেজেই তাঁকে ভর্তি করা হয়। ইতিমধ্যেই তাঁর সার্জারি হয়েছে বলে জানা গিয়েছে।
বাংলাদেশের প্রথম সারির এক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আকিবের মাথায় গুরুতর চোট লেগেছে। তাঁর মাথার হাড়ের একটা অংশ খুলে সেটি পেটের চামড়ার নীচে রাখা হয়েছে। তাঁর অবস্থার উন্নতি হলে ওই হাড় ফের আগের জায়গায় প্রতিস্থাপন করবেন চিকিৎসকরা। ওই পদ্ধতিকে বলা হয় ‘ডি কম্প্রেসিভ উইথ ইভ্যাকুয়েশন অফ এপিডিউরাল অ্যান্ড সাবডিউরাল হেমাটোমা’।
ফেসবুক-টুইটারে আকিবের ছবি ভাইরাল হয়েছে। বন্ধুর ছবি শেয়ার করে পড়ুয়ারা লিখছেন, “আকিব সবার আগে অত্যন্ত মেধাবী ছাত্র। বাংলাদেশের নাগরিক। বাবা মায়ের অত্যন্ত স্নেহের। রাজনৈতিক পরিচয় একেবারে শেষে। হ্যাঁ, সে ছাত্রলীগের একজন সদস্য। তবে বিরোধী হলেই কি সেভাবে মাথার হাড় গুঁড়িয়ে দেওয়া যায়”? এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন নেটিজেনরা।
এই কেমন জঘন্য রাজনীতির ফল !!😒
খুবই হৃদয়বিদারক ঘটনা 🙄 গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে এই হতভাগা ছেলেটির অবস্থা সংকটাপন্ন।
চট্টগ্রাম হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত মাহাদি আকিবকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। pic.twitter.com/bYf4W77mQz— Mr. Md. Saif – 🇦🇷🇧🇩♥️ (@Md_Saif1999) October 31, 2021
শেষ পাওয়া খবর অনুযায়ী, বর্তমানে আকিব হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এই ঘটনাটি নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁর বন্ধু তৌফিকুর রহমান। তিনি সংবাদমাধ্যমকে জানান্ম যে গত শুক্রবার ছাত্রলীগের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি বাঁধে।
পরে যখন প্রিন্সিপালের ঘরে দুই পক্ষের মধ্যে বিষয়টি মিটিয়ে নেওয়ার কথা চলছিল, সেই সময়ই আকিবের উপর চড়াও হয় প্রতিপক্ষ। অভিযোগ, হকিস্টিক দিয়ে তারা মাথায় মারার পর ছুরিকাঘাত করা হয় আকিবকে। এই বিষয়টি নিয়ে তদন্তে শুরু করেছে পুলিশ