বাংলাদেশ

গ্যাস বেলুন ফেটে ভয়াবহ বিস্ফোরণ বাংলাদেশের সরকারি অনুষ্ঠানে, অগ্নিদগ্ধ মীরাক্কেল খ্যাত কৌতুকশিল্পী আবু হেনা রনি, অবস্থা আশঙ্কাজনক

বাংলাদেশের গাজীপুর মহানগর পুলিশ প্রশাসনের চার বছরের পূর্তি উপলক্ষ্যে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানেই গ্যাস বেলুন ফেটে ঘটে ভয়াবহ বিস্ফোরণ। আর সেই বিস্ফোরণেই গুরুতর আহত হলেন মীরাক্কেল খ্যাত কৌতুকশিল্পী আবু হেনা রনি-সহ পাঁচজন। ঘটনাটি ঘটেছে গতকাল, শুক্রবার জেলা পুলিশ লাইনস মাঠে। পাঁচজনের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও এখনও দু’জন ভর্তি ঢাকার সরকারি হাসপাতালে। তাদের মধ্যে একজন আবু হেনা রনি।

এই অনুষ্ঠানে আবু হেনা রনি ছাড়া অন্যান্য ব্যক্তি যারা দগ্ধ হয়েছেন, তারা হলেন মোশাররফ হোসেন, জিল্লুর রহমান, ইমরান হোসেন ও রুবেল হোসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, জিএমপির চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। জিএমপি কমিশনার মোল্লা নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন আইজিপি বেনজির আহমেদ।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। তাঁকে উদ্বোধনী মঞ্চে নিয়ে যাওয়ার পর তাঁর হাতে কয়েকটি গ্যাস বেলুন দেওয়া হয় ওড়ানোর জন্য। কিন্তু অনেক চেষ্টা করার পরও উড়ছিল না বেলুনগুলি। পরবর্তীতে কয়েকজন পুলিশ ওই বেলুনগুলি নিয়ে মঞ্চের পাশে চলে যান। আর স্বরাষ্ট্রমন্ত্রী চলে যান মূল মঞ্চে।

মঞ্চের পাশে ফের বেলুনগুলি ওড়ানোর চেষ্টা করা হয়। ঠিক সেই সময় আচমকাই বেলুনগুলি ফেটে ভয়ানক বিস্ফোরণ ঘটে। আর সেই বিস্ফোরণেই গুরুতর আহত হন কৌতুকশিল্পী আবু হেনা রনি ও বাকি চারজন। সঙ্গে সঙ্গে বাকিরা দৌড়ে গিয়ে জল ঢেলে আগুন নেভান। দ্রুত আহতদের গাজিপুর শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে থেকে তিনজনকে ঢাকায় পাঠানো হয়।

হাসপাতালের বার্ন ওয়ার্ডের চিকিৎসকদের সূত্রে জানা গিয়েছে, কৌতুকশিল্পী আবু হেনা রনির শরীরের বেশ কিছুটা অংশ পুড়ে গিয়েছে। তাঁর শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকটাই। আরও দু’দিন না কাটলে কিছু বলা সম্ভব নয় বলে জানানো হয়েছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে যে এখনই তিনি আশঙ্কামুক্ত নয়।

এই ঘটনা প্রসঙ্গে এক সংবাদমাধ্যমে মীরাক্কেলে রনির অন্যতম সহকর্মী সৌরভ পালোধির বলেন, “গোটা বিষয়টিই বাংলাদেশের অন্যান্য বন্ধুদের থেকে খবর পেয়ে জেনেছি। মাঝেমধ্যেই তাঁদের সঙ্গে যোগাযোগ করে রনির খোঁজখবর নিচ্ছি। যেহেতু সরকারি অনুষ্ঠানেই এই দুর্ঘটনাটি ঘটেছে, তাই সরকার তাঁদের চিকিৎসার দায়িত্বভার নিয়েছে। সরকারি হাসপাতালে উন্নত চিকিৎসাই পাচ্ছে রনি। তবে শরীরের অনেকটা অংশ পুড়ে যাওয়ার জন্য ডাক্তাররা রনিকে এখনই বিপদমুক্ত বলছেন না। তবে আশা করছি, ও শিগগিরই সুস্থ হয়ে ফিরে আসবে”।

Related Articles

Back to top button