ব্যাবসা, বাণিজ্য ও অর্থনীতি

লকডাউনের মেয়াদ বৃদ্ধি নিয়ে ভূয়সী প্রশংসা করে টুইট করল FICCI

করোনার আতঙ্কে কাঁপছে গোটা দেশ। করোনা সংক্রমন রুখতে গত ২৪ শে মার্চ মধ্যরাত থেকেই দেশজুড়ে শুরু হয়েছে লকডাউন, যার সময় সীমা নির্ধারিত ছিল ১৪শে এপ্রিল অবধি। কিন্তু দেশে সংক্রমন দিন দিন বাড়তে থাকায় লকডাউন ৩রা মে অবধি বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার মোদীর এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করল ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা FICCI.

বিজ্ঞানের উপর ভিত্তি করেই মানুষের কল্যানসাধনে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত, বলে টুইটে তাঁর প্রশংসা করেছে FICCI। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপে তাদের সংস্থা সর্বদা পাশে আছে বলে জানান প্রেসিডেন্ট ড. সঙ্গীতা রেড্ডি।

প্রধানমন্ত্রী ১৪শে এপ্রিল ভাষণে বলেন, লকডাউনের দ্বিতীয় দফার নির্দেশনামা জারি হবে ১৫ই এপ্রিল। এই পরিস্থিতিতে প্রবলভাবে বিপর্যস্ত হয়েছেন দিনমজুররা। এই দিন তাঁদের জন্যও কিছু ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হবে। তাছাড়া রবিশস্য তোলার সময়ে কৃষকদেরও ছাড় মিলবে বলে জানানো হয়েছে।

আগামী এক সপ্তাহ দেশবাসীর জন্য খুবই কঠিন সময় বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সংক্রমন রুখতে স্পর্শকাতর এলাকাগুলোর উপর কড়া নজরদারী চলবে। ২০ এপ্রিল অবধি বিভিন্ন জায়গায় শর্তাধীন চলাফেরার নির্দেশও চালু হয়েছে। এরপর যেসব জায়গায় সংক্রমণ ছড়ায়নি সেখানে অতি জরুরি কিছু কাজের জন্য কিছু ছাড়া মিলতে পারে বলে ঘোষণা করেন মোদি।

debangon chakraborty

Related Articles

Back to top button