ব্যাবসা, বাণিজ্য ও অর্থনীতি

দীপাবলির আগেই এল সুখবর, বিরাট অঙ্কে বেতন বৃদ্ধি ব্যাঙ্ক কর্মীদের, চূড়ান্ত হল চুক্তি

সামনেই কালীপুজো, এর আগেই মুখে হাসি ফুটল ব্যাঙ্ক কর্মীদের। প্রায় ১৫ শতাংশ বেতন বাড়তে চলেছে ব্যাঙ্ক কর্মীদের। এমনই ঠিক হয়েছে ইন্ডিয়া ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন বা আইবিএ ইউনিয়নের সঙ্গে ব্যাঙ্ক কর্মীদের চুক্তিতে। বুধবার একাদশ দ্বিপক্ষীয় আলোচনার চুক্তিতে স্বাক্ষর করেছে আইবিএ। এই চুক্তির জেরে প্রায় সাড়ে আট লাখ ব্যাঙ্ক কর্মচারী, বিশেষত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কর্মচারীদের বেতন বাড়ার পথটি বেশ মসৃণ হয়ে গেছে।

ইন্ডিয়া ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন-এর প্রধান নির্বাহী সুনীল মেহতা এই চুক্তি স্বাক্ষরের বিষয়ে বলেন, “২০১৭ সালের ১লা নভেম্বর থেকে এই চুক্তি লাগু হবে বলে ঠিক করা হয়েছিল। কিন্তু তা তিন বছর ধরে আলোচনার পড়ে অবশেষে এই চুক্তিতে সিলমোহর পড়ল। চুক্তির আওতায় বেতনের ১৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে”।

তিন বছর ধরে ব্যাঙ্ক কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে বেশ সমস্যা দেখা দিয়েছিল। শেষমেশ এই সমস্যার নিষ্পত্তি করলেন ভারতীয় ব্যাঙ্কগুলির শীর্ষ সংস্থা ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন ও ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন। এই দুই সংস্থার মধ্যে একটি মৌ-চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি অনুযায়ী চলতি বছরে প্রায় ৮ লক্ষ ৫০ হাজার ব্যাঙ্ক কর্মচারীর ১৫ শতাংশ বেতন বৃদ্ধি করবে ব্যাঙ্কগুলির।

অন্যদিকে, বর্তমান করোনা পরিস্থিতিতে অতিমারির প্রভাবে প্রাপ্ত ঋণে স্থগিতাদেশ জারি করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এরপর নন পারফর্মিং অ্যাসেট-এর পরিমাণ বাড়বে বলেও জানা গিয়েছে। অনেক বিশেষজ্ঞদের মতে, এই প্রভাব সরাসরি মজুরি বৃদ্ধিতে পড়তে পারে।

debangon chakraborty

Related Articles

Back to top button