করোনাভাইরাসের অতর্কিত আক্রমণের ধাক্কা সামলে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় অর্থনীতি। এমন স্বস্তির খবরই শোনালো
ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড।
করোনাভাইরাস এর জেরে ভারতীয় অর্থনীতিসহ বিশ্ব অর্থনীতিতে মন্দা লাগে। বিধ্বস্ত হয়ে যায় ভারতের অর্থনৈতিক অবস্থা।
Related Posts
তবে পূর্ব সংকটের অবস্থা কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় অর্থনীতি মত তাঁদের।
রাজস্ব, ব্যবসা, কৃষি সমস্তই অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। আর অর্থনীতি পুষ্ট হলেই দেশের উন্নতি ঘটবে।
আইএমএফের মুখপাত্র গেরি রাইস সাংবাদিকদের জানিয়েছেন সেপ্টেম্বর মাস নাগাদ এই দেশের অর্থনীতি ও জিডিপি গ্রোথ যেরকম ছিল সেই প্রেক্ষিতে ভারত এই দু’মাসে অনেকটাই উন্নতি করেছে।
আইএমএফ কমিটির সঙ্গে যে ভিডিয়ো কনফারেন্স হয়েছে, তাতে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, অর্থনীতির ঘুরে দাঁড়ানোর লক্ষণ হিসেবে যে ভি-শেপেড প্যাটার্ন দেখা যায়, সেটা আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে।