ব্যাবসা, বাণিজ্য ও অর্থনীতি

চীনকে বড় ধাক্কা বিজেপি সরকারের, সি জিনপিংয়ের দেশ থেকে ভারতে নিজেদের কারখানা সরিয়ে আনল স্যামসাং

এমনিতে ভারত ও চীনের সম্পর্ক আদায়-কাঁচকলায়। লাল ফৌজের দেশকে প্রতিপন্ন করতে সর্বদা তৈরি বিজেপি সরকার। এবার ফের চীনকে আক বড় ধাক্কা দিল বিজেপি সরকার। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল নিজেদের ম্যানুফ্যাকচারিং ইউনিট অন্য দেশে স্থানান্তরিত করবে স্যামসাং। এবার সেই ম্যানুফ্যাকচারিং ইউনিটকে নিজের রাজ্যেই স্থানান্তরিত করাল উত্তরপ্রদেশের যোগী সরকার।

গতকাল, রবিবার স্যামসাং-এর দক্ষিণ-পশ্চিম এশিয়ার প্রেসিডেন্ট ও সিইও কেন কাংয়ের নেতৃত্বে কোম্পানির একটি প্রতিনিধি দল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাৎ করেছে। আর সেখানেই এই বিষয়ে যাবতীয় কথাবার্তা পাকা হয়েছে।

এই বিষয়ে স্যামসাং-এর তরফে জানানো হয়েছে যে নয়ডাতে তারা তাদের ডিসপ্লে ম্যানুফ্যাকচারিং ইউনিট নির্মাণের কাজ সম্পূর্ণ করেছে। এই বিষয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মত, “মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের এটা একটা বড়ো উদাহরণ স্থাপন করেছে। এই প্রকল্প রাজ্যের বেকার যুবকদেরকে কর্মসংস্থান পেতে সহায়তা করবে”।

অন্যদিকে স্যামসাং-এর সিইও-এর মতে, নয়ডায় প্ল্যান্ট স্থাপনের জন্য রয়েছে ভারতে বিনিয়োগকারী উপযুক্ত পরিবেশ। এই কারণেই নয়ডায় এই ম্যানুফ্যাকচারিং ইউনিট সরানোর কথা ভাবেন তারা। ভবিষ্যতেও উত্তরপ্রদেশ সরকার স্যামসাং-কে নানান বিষয়ে সহায়তা করার আশ্বাস দিয়েছে।

যোগীর কথায়, বেকারত্ব হল ভারতের সবচেয়ে বড় সমস্যা। দেশের শিল্পের জোগান হলে তবেই এই সমস্যার সমাধান সম্ভব। স্যামসাং এখানে কারখানা করলে দেশের বেকার যুবকদের কর্মসংস্থান হবে। এইভাবেই এক তীরে দুই পাখি মারলেন যোগী আদিত্যনাথ। একদিকে, স্যামসাং-এর কারখানা চীন থেকে উত্তরপ্রদেশে সরিয়ে এনে সি জিনপিং-কে মাত দেওয়া গেল, আবার অন্যদিকে, এর ফলে উত্তরপ্রদেশে কর্মসংস্থানও কিছুটা বাড়িয়ে নেওয়া গেল।a

debangon chakraborty

Related Articles

Back to top button