পৃথিবীর যে কোনও প্রান্তে বসে অফিসের কাজ করতে পারবেন: সুইগির ঘোষণায় খুশি কর্মীরা

অফিসে বসে কাজ করেছেন এতো দিন। গত লকডাউনে বাড়িতে বসে কর্মচারীদের কাজ করতে বলছে বহু কোম্পানি। খরচ সাশ্রয় করতে অনেক সংস্থাই তাদের কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা দিচ্ছেন এখনও। তবে এবার সুইগি কর্মীদের জন্য নিয়ে এলো ওয়ার্ক ফ্রম এনিওয়্যার।
গত শুক্রবার খাবার ডেলিভারি সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সুইগির কর্পোরেট, বিজনেস ও টেকনোলজি টিম যেখান থেকে ইচ্ছা কাজ করতে পারবে। তবে কর্মীদের মধ্যে যাতে সম্পর্ক ও পরিচিতি থাকে, তার জন্য প্রতি ত্রৈমাসিকে এক সপ্তাহের জন্য় তারা অফিসে কাজ করতে আসবে। যে সমস্ত কর্মীদের নিত্যদিন সংস্থার অংশীদার বা পার্টনারদের মুখোমুখি হতে হয়, তাদের সপ্তাহে কয়েকদিন অফিস থেকে কাজ করতে হবে।
যার ফলে কর্মীদের অফিসে তো আসতে হবেই না, একইসঙ্গে বাধ্য়তামূলক নয় একই শহরে থাকতে হবে। সুইগির জানিয়েছে, একাধিক বিভাগের ম্যানেজার ও কর্মীদের মতামত নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই বিষয়ে ইগির মানবসম্পদ বিভাগের প্রধান গিরিশ মেনন জানিয়েছেন, ‘আমাদের প্রধান লক্ষ্যই হল কর্মীরা যাতে তাদের কর্মজীবনে স্বাচ্ছন্দ্যবোধ করেন। আমরা বিশ্বের বিভিন্ন ট্রেন্ডের দিকে যেমন নজর রেখেছি, তেমনই আবার আমাদের কর্মীদের, ম্যানেজারদের কথাকেও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করেছি।’