ব্যাবসা, বাণিজ্য ও অর্থনীতি

ডিজিটাল পণ্য পরিষেবার বাজার দখলে টাটা! সাড়ে ৯ হাজার কোটি টাকায় বিগ বাস্কেট-এর অংশীদারিত্ব নিল তারা

বিজ্ঞাপন

রিলায়েন্স, আমাজন তো ছিলই এবার সেখানেই প্রতিযোগিতা বাড়ালো টাটা গোষ্ঠী। বর্তমানে অনলাইন পণ্য কেনাকে সবচেয়ে বেশি সুবিধাজনক বলে মনে করেন অনেক মানুষ। এবার সেই ডিজিটাল পণ্য পরিষেবার বাজার দখল করতে নামল রতন টাটার সংস্থা।

বিজ্ঞাপন

জনপ্রিয় অনলাইন গ্রসেরি, সবজি, ফলমূল এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের পণ্য সরবরাহকারী সংস্থা বিগবাস্কেট-এর বিপুল অঙ্কের অংশীদারিত্ব হাতে নিল তারা। বেশ কিছুদিন ধরেই চলছিল এই বিনিয়োগের বিষয়ে ভাবনা চিন্তা।‌ চলতি বছরের এপ্রিলে তাতে সম্মতি জানায় ভারতীয় নিয়ন্ত্রক সংস্থা।

বিজ্ঞাপন

জানা গেছে, প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকায় বিগবাস্কেট-এর ৬৪.৩ শতাংশ অংশীদারিত্ব কিনছে টাটা। শুধুমাত্র ভারতীয় সংস্থা টাটা নয় জ্যাক মা’র আলিবাবারও মোটা অঙ্কের বিনিয়োগ রয়েছে বিগবাস্কেট-এ।

বিজ্ঞাপন

আজ অর্থাৎ শুক্রবার টাটা ও বিগ বাস্কেটের এই চুক্তি পাকা হয়। ‌টাটা ডিজিটাল সুপারমার্কেট গ্রোসারি সাপ্লায়েজ প্রাইভেট (এসজিএস)-এর অধীনস্থ বিগবাস্কেট-এর ৬৪.৩ শতাংশ অংশীদারিত্ব কিনে নিয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১১ সালে বেঙ্গালুরুতে চালু হয় বিগবাস্কেট। ‌বর্তমানে দেশের ২৫টি শহরে নিজেদের পরিষেবা দিয়ে থাকে সংস্থা। এখানেই থেমে থাকা নয় আগামী দিনে খাবার, জামাকাপড়, বৈদ্যুতিন সরঞ্জাম-সহ যাবতীয় পণ্য চটজলদি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ায় বিশেষ ‘সুপার অ্যাপ’ আনার পরিকল্পনাও রয়েছে তাদের।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading