সারপ্রাইজ ছুটি! ‘বিশ্ব ঘুম দিবস’ পালনের জন্য বিশেষ উদ্যোগ, ঘুমনোর জন্য কর্মীদের গোটা দিন ছুটি দিল কোম্পানি

ঘুম আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই জরুরি। ভালো ঘুম হলে তবেই আমাদের শারীরিক ও মানসিক, দুই স্বাস্থ্যই ভালো থাকে। ঠিকঠাক ঘুম না হলেই আমাদের শরীরে বাসা বাঁধে নানান রোগ। সেই কারণে প্রত্যেক মানুষের সারাদিনে ৬-৮ ঘণ্টা ঘুমের খুব দরকার।
কিন্তু বর্তমানে এই ব্যস্ত জীবনে নিশ্চিন্তে ঘুমের বিষয়টাই যেন আমাদের জীবন থেকে চলে গিয়েছে। সঠিক ঘুম আমাদের হয় না। দিনে ৮ ঘণ্টা তো দূর, ৪-৫ ঘণ্টাও নিশ্চিন্তে ঘুমোতে পারেন না অনেকেই। এর জেরে শরীরের সঙ্গে সঙ্গে বাড়ছে মানসিক অশান্তিও। তবে এবার বিশ্ব ঘুম দিবস উপলক্ষ্যে এক বিশেষ উদ্যোগ নিল এক সংস্থা।
আজ ১৭ই মার্চ ‘বিশ্ব ঘুম দিবস’। আর এই দিনটি পালনের জন্য সমস্ত কর্মীদের ঘুম উপহার দিল বেঙ্গালুরুর কোম্পানি ওয়েকফিট সলিউশন। কর্মীরা সারাদিন যাতে ঘুমিয়ে বিশ্রাম নিতে পারেন সেই কারণে আজ গোটা দিন ‘সারপ্রাইজ ছুটি’ দিয়েছেন সংশ্লিষ্ট সংস্থা। আর একথা ই-মেল মারফৎ কর্মীদের জানিয়েছে কোম্পানি। সেই খবর দ্রুত গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
কর্মীদের উদ্দেশ্যে সংশ্লিষ্ট কোম্পানি লিখেছে, “ওয়েকফিটের সঙ্গে ঘুমের উপহারের অভিজ্ঞতা নিন! বিশ্ব ঘুম দিবস উদযাপনে, সমস্ত ওয়েকফিট কর্মচারীদের ২০২৩ সালের ১৭ই মার্চ বিশ্রামের দিন হিসাবে দেওয়া হয়েছে। আর দীর্ঘ সপ্তাহান্তে সঙ্গেই প্রয়োজনীয় বিশ্রাম নেওয়ার সুযোগ নিন”। ইমেলের ‘সাবজেক্ট’-এ লেখা হয়, “সারপ্রাইজ ছুটি: ঘুমের উপহার ঘোষণা”।
প্রসঙ্গত, বিছানা থেকে শুরু করে সোফা, তোষক-সহ নানান ধরনের আসবাবপত্র বিক্রির সংস্থা হিসাবে ওয়েকফিট সলিউশনের নাম বেশ জনপ্রিয়। এই ঘুমের বিষয়টিকে ব্যবসায়িক প্রচারের জন্যও বেশ গুরুত্ব দিচ্ছে কোম্পানি। সেই কারণেই আন্তজার্তিক ঘুম দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে ওয়েকফিট সলিউশন।
এই কারণেই কোম্পানির তরফে আজকের দিনটি পালনের জন্য কর্মীদের ঐচ্ছিক ছুটি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কোম্পানির তরফে ইমেলে লেখা হয়েছে, “আমরা ঘুমের দিনটিকে একটি উৎসব হিসাবে বিবেচনা করি, বিশেষত যখন এটি শুক্রবার পড়েছে”।