ভাইরাল

প্রেমের টানে ১৫ বছররের নাবালককে নিয়ে পালালো গৃহবধূ! বাড়িতে দুই সন্তান ও স্বামী ফেলে নাবালকের প্রেমে গৃহবধূ

কথায় আছে ভালোবাসার কোনও বয়স হয় না। সেই ভালোবাসার টানে মানুষ কত কী না করতে পারে। এ কথাগুলিকে সত্য প্রমাণ করল অন্ধ্রপ্রদেশের এক গৃহবধূ।

এক ১৫ বছরের নাবালক, অষ্টম শ্রেণীর ছাত্রকে নিয়ে পালিয়ে গেলো ৩০ বছরের যুবতী তথা দুই সন্তানের মা। ওই যুবতীর বাড়িতে এক স্বামী ও দুই সন্তান ও আছে। ১৫ বছররের ওই কিশোরের প্রেমে মজেছেন যুবতী।

জানা গেছে, গত ১৯ জুলাই হঠাৎই নিখোঁজ হয়ে যায় সেই কিশোর। ছেলের খোঁজ না মেলায় পুলিশের দ্বারস্থ হন তার মা-বাবা। তখন জানা যায় অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার গুড়ি ওয়ারার বাসিন্দা ওই বছরের ৩০-এর যুবতীর সঙ্গে পালিয়েছেন কিশোর। শেষমেশ গত ২৬ তারিখ হায়দ্রাবাদের বলানগর এলাকায় থেকে পুলিশ নাবালককে উদ্ধার করে বাবা-মা’র হাতে তুলে দিয়েছেন।

স্থানীয় সূত্রে খবর , কিশোর ও তার বিবাহিতা স্বামী একই অঞ্চলের বাসিন্দা হওয়ায় কারণে ওই কিশোরের নিয়মিত যাতায়াত ছিল ওই গৃহবধূর বাড়ি। ওই গৃহবধূর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে ছিলো নাবালক।

debangon chakraborty

Related Articles

Back to top button