প্রেমের টানে ১৫ বছররের নাবালককে নিয়ে পালালো গৃহবধূ! বাড়িতে দুই সন্তান ও স্বামী ফেলে নাবালকের প্রেমে গৃহবধূ

কথায় আছে ভালোবাসার কোনও বয়স হয় না। সেই ভালোবাসার টানে মানুষ কত কী না করতে পারে। এ কথাগুলিকে সত্য প্রমাণ করল অন্ধ্রপ্রদেশের এক গৃহবধূ।
এক ১৫ বছরের নাবালক, অষ্টম শ্রেণীর ছাত্রকে নিয়ে পালিয়ে গেলো ৩০ বছরের যুবতী তথা দুই সন্তানের মা। ওই যুবতীর বাড়িতে এক স্বামী ও দুই সন্তান ও আছে। ১৫ বছররের ওই কিশোরের প্রেমে মজেছেন যুবতী।
জানা গেছে, গত ১৯ জুলাই হঠাৎই নিখোঁজ হয়ে যায় সেই কিশোর। ছেলের খোঁজ না মেলায় পুলিশের দ্বারস্থ হন তার মা-বাবা। তখন জানা যায় অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার গুড়ি ওয়ারার বাসিন্দা ওই বছরের ৩০-এর যুবতীর সঙ্গে পালিয়েছেন কিশোর। শেষমেশ গত ২৬ তারিখ হায়দ্রাবাদের বলানগর এলাকায় থেকে পুলিশ নাবালককে উদ্ধার করে বাবা-মা’র হাতে তুলে দিয়েছেন।
স্থানীয় সূত্রে খবর , কিশোর ও তার বিবাহিতা স্বামী একই অঞ্চলের বাসিন্দা হওয়ায় কারণে ওই কিশোরের নিয়মিত যাতায়াত ছিল ওই গৃহবধূর বাড়ি। ওই গৃহবধূর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে ছিলো নাবালক।