ভাইরাল

বিয়েতে এসে ফ্রিতে খাওয়া নয়, দিতে হবে টাকা! কনের দাবি মুহূর্তে ভাইরাল

বিয়েতে কনের নানা রকম দাবি দেখা যায়। দামি দামি গহনা, লাহেঙ্গা, শাড়ি, খাবার, মেক আপ কত কি আছে আবদারের তালিকায়। কিন্তু সেই সব বাদ দিয়ে যা চেয়ে বসলেন তা শুনে মাথায় হাত নিমন্ত্রিতদের।

কনের একটি সোশ্যাল মিডিয়া পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে কবে লিখেছেন, ‘কেউ কি অতিথির কাছ থেকে খাবারের খরচ চায়? কিন্তু এই মুহূর্তে সবকিছুর দাম আকাশ ছোঁয়া। ফলে হয় আমাদের অক্টোবর মাসের বিয়ে বাতিল করতে হবে, অথবা উপহারের বদলে অতিথিদের থেকে খাবারের খরচ নিতে হবে।’

আর এই স্ক্রিনশটের ক্যাপশনে লেখা, ‘কনে বিয়ের বাজেট সামলাতে পারছেন না। অতিথিদের কাছেই অনুষ্টান খরচ দাবি করেছেন।’

কনের এই পোস্ট দেখে নেটিজেনদের অনেকেই খুনের পাশে দাঁড়িয়েছেন অনেকেই লিখেছেন, এমন সুযোগ দিলে তারা উপহারের বদলে টাকা দিতে রাজি, কারণ এই অনুষ্ঠানে পরিবারে সকলে এক হতে পারবো।

debangon chakraborty

Related Articles

Back to top button