ভাইরাল

কনে-কে লাড্ডু খাওয়াতে গিয়েই বিপদ! বিয়ের মন্ডপে হবু বউয়ের হাতে থাপ্পড় খেলেন বর

বিয়ের মণ্ডপের ভিডিও ভাইরাল হয়েছেন অনেকবার। বিয়ের মন্ডপে বর অথবা কনে নিজের প্রিয় জনকে নিয়ে নানা রকম হাসিঠাট্টা, নাচ গান, চুতো লুকানো ইত্যাদি করে থাকেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেল বিয়ের মন্ডপে লাড্ডু খাওয়াতে গিয়ে থাপ্পড় খেলেন বর।

ভিডিওতে দেখা যাচ্ছে মালা বদলের পর পাশাপাশি দাঁড়িয়ে আছেন বর এবং কনে। বরের পরনে ঘিয়ে রঙের শেরওয়ানি আর নব বধূর পরনে লাল শাড়ি। এরপর একে অপরকে লাড্ডু খাওয়ানোর কথা ছিল।

প্রথমে বরের মুখে লাড্ডু গুঁজে দেওয়ায় একটু বিরক্ত হয়েছিলেন বর। তারপর বর নিজেই জোর করে কনের মুখে লাড্ডু ঠুসে দেন।আর তাতেই চটে গিয়ে বরের গালে থাপ্পড় মারলেন কনে! আর এতেই বিবাহবাসর হয়ে গেল কুরুক্ষেত্র।

তবে ওই বর কনের কোনও পরিচয় পাওয়া যায়নি। ইতিমধ্যেই ভিডিওটি ভাইরাল হয়েছে। এই ভিডিও দেখে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। অনেকে কমেন্টে বরের জন্য দুঃখ প্রকাশও করছেন।

debangon chakraborty

Related Articles

Back to top button