ভাইরাল

সমুদ্রের তীরে খেলে বেড়াচ্ছে ছোটো ছোটো ডাইনোসর, ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের

বিজ্ঞাপন

ডাইনোসর! এই নামটি আমরা আমাদের ছোটবেলা থেকে শুনে এলেও চাক্ষুষ এখনও পর্যন্ত কেউ দেখে নি। অবশ্য, তা না দেখাই সকলের জন্য মঙ্গল। কারণ তাদের এখন অস্তিত্ব থাকলে, মানবজাতির অস্তিত্ব চিরতরে লোপ পাওয়ার একটা আশঙ্কা তৈরি হতেই পারে।

বিজ্ঞাপন

পৃথিবীতে মানুষ সৃষ্টি হওয়ার আগে ছিল এই ডাইনোসর। সেই সময় পৃথিবীতে ছিল তাদেরই রাজ। কোনও এক অজ্ঞাত কারণে বিলুপ্তি ঘটে তাদের। তাদের আমরা সিনেমার পর্দায় বা বর্তমানে ইন্টারনেটের দৌলতে ছবিতেই দেখি। তবে সম্প্রতি এমন একটি ভিডিও সামনে এল, যার পর ফের একবার সেই ডাইনোসরের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিজ্ঞাপন

সোশ্যাল মিডিয়ায় তো নানান সময় নানান ভিডিও ভাইরাল হয়। সম্প্রতি একটি ১৪ সেকেন্ডের ভিডিওতে যা চোখে পড়ল, তা দেখে কার্যত আতঙ্কই জন্মেছে নেটবাসীদের মনে। ভিডিওতে দেখা যাচ্ছে যে সমুদ্রের পাড়ে অনেকগুলি ছোটো ছোটো ডাইনোসর ছুটে বেড়াচ্ছে, নিজেদের মতো খেলা করছে।

বিজ্ঞাপন

বুইটেৎঞ্জিবিডেন নামক টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওটির ক্যাপশানে লেখা, “এটা আমাকে কিছু সেকেন্ডের জন্য অবাক করে দিয়েছে”। এই ভিডিও দেখলে আপনারও চোখ কপালে উঠবে। ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যে সমুদ্রতটে খেলে বেড়াচ্ছে ডাইনোসরের মতো কিছু প্রাণী।

বিজ্ঞাপন

এই ভিডিওটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে। এই ভিডিও দেখে এক একজন এক একরকমের মন্তব্য করেছেন। কেউ লিখেছেন।, “আমার ছোটো ছেলে ভিডিওটি দেখে অবাক হয়ে গিয়েছে। আর সত্যি বলতে আমি আরও বেশি অবাক হয়েছি”।

তবে কী ফের ফিরে এল ডাইনোসর? আসল সত্যিটা কী? আসলে এই প্রাণীগুলি একেবারেই ডাইনোসর নয়। ডাইনোসরের মতো দেখতে এই প্রাণীগুলির নাম কোয়াটিস। এই প্রাণীর সচরাচর দেখা মেলে মেক্সিকো, দক্ষিণ ও মধ্য আমেরিকা ও মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিম প্রান্তে। এই প্রাণীগুলিকে দেখতে অনেকটা বড় আকৃতির বিড়ালের মতো। এদের ওজন হয় ৪ কেজির কাছাকাছি আর আকারে এরা ৩৩ থেকে ৬৯ সেন্টিমিটারের মধ্যে হয়ে থাকে।  

বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading