ভাইরাল

সত্যিকারের বন্ধু! উলটে যাওয়া এক কচ্ছপকে সোজা করার প্রাণপণ চেষ্টা সঙ্গী কচ্ছপের, বন্ধুত্বের এমন নিদর্শন দেখে আবেগে ভাসলেন নেটিজেনরা

বন্ধু! এই কথাটার মধ্যে যেন কত আবেগ, ভালোবাসা, চাওয়া-পাওয়া লুকিয়ে রয়েছে, তাই না? বন্ধু এমন এক মানুষ যাদের আমরা নিজেরা বেছে নিই। তাদের সঙ্গে রক্তের সম্পর্ক না থাকলেও, কোথাও গিয়ে যেন তাদের সঙ্গে একটা আত্মার সম্পর্ক তৈরি হয়।

তবে জীবনে একটা সত্যিকারের বন্ধু পাওয়া খুব জরুরি। যে আপদে-বিপদে সবসময় আপনার সঙ্গে থাকবে। জীবনে চলার পথে অনেক বড় একটা বন্ধুর দলের দরকার পড়ে না। জীবনে যদি একটাই এমন বন্ধু থাকে, যার উপর আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবেন, সেটাই যথেষ্ট।

আজকালকার দিনে সোশ্যাল মিডিয়াতে তো কত ধরণের কত ভিডিও ভাইরাল হয়। কিছু ভিডিও আমাদের আনন্দ দেয়, কিছু ভিডিও আমাদের একটু কষ্ট দেয় তো কোনও ভিডিও আবার আমাদের আবেগপ্রবণ করে তোলে। সম্প্রতি এমনই একটি ভিডিও সামনে এল।

মানুষের মধ্যে বন্ধুত্বের নিদর্শন এর আগেও অনেকবার দেখা গিয়েছে। কিন্তু পশুদের মধ্যে? তাদের মধ্যেও যে ভালোলাগা, খারাপ লাগা, আবেগ থাকে, তা আমরা হয়ত কখনও ভেবেও দেখি না। মানুষের মতোই পশুদের মধ্যেও আবেগ, ভালোবাসা সবই থাকে। আর সেটা তারা নিজেদের মতো করেই প্রকাশ করে। বন্ধুত্বের দিকটাও ঠিক তেমন ভাবেই জাহির করে তারা।

ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে যে একটি কচ্ছপ উলটে গিয়েছে। আর কচ্ছপ উলটে গেলে তারা নিজেদের চেষ্টায় সহজে সোজা হতে পারে না কারণ তাদের খোলসের জন্য। আর তা দেখে সেই কচ্ছপের এক সঙ্গী কচ্ছপ বারবার কচ্ছপটিকে ধাক্কা দিয়ে যাচ্ছে যাতে সে আবার সোজা হয়ে যায়। কিন্তু সেও বারবার ব্যর্থ হচ্ছে।

তবে হাল ছাড়ে নি সে। প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে নিজের বন্ধুকে ফের সোজা করে দেওয়া যায়। কিন্তু তার তো আর হাত-পা নেই যে সে তাকে টেনে সোজা করে দেবে। মুখ দিয়েই বারবার কচ্ছপের গায়ে ধাক্কা মারছে সে। এরপর দেখা যায় কেউ একজন কচ্ছপটিকে সোজা করে দেয়।

এমন একটি ভিডিও দেখে আপ্লুত নেটিজেনরা। এক বন্ধুর জন্য অন্য এক বন্ধু কচ্ছপের সে চেষ্টা তা দেখে চোখ ভিজেছে অনেকেরই। মানুষের মধ্যেও এমন আবেগ থাকা দরকার, বলছেন নেটিজেনরা। আসলে, বন্ধু যে সবসময় ভালোই হয়, তা তো নয়। অনেকসময়ই অনেক মুখোশধারী মানুষ নিজেদের আমাদের বন্ধু বলে দাবী করলেও তারা আদতে আমাদের ক্ষতিই করে। তাই সত্যিকারের বন্ধু চিনে নেওয়া খুব প্রয়োজন।

Related Articles

Back to top button