ভাইরাল

বাবা চাকরি পেয়েছে Swiggy-তে, আনন্দে লাফিয়ে উঠল মেয়ে, মনছোঁয়া ভিডিও দেখে চোখ ভিজল নেটিজেনদেরও

কথায় রয়েছে, মেয়েরা নাকি ঘরের লক্ষ্মী হয়। আর ঘরের মানুষের উন্নতিতে সেই লক্ষ্মী খুশি হবে না, তা আবার হয় নাকি! সব মেয়েরাই বাবার কাছে খুব স্পেশ্যাল। সংসারে বাবা-মেয়ের সম্পর্কই আলাদা। অনেকেই বলেন মেয়েরা নাকি বাবাদের খুব কাছের হয়। তাই বাবার সাফল্যে যে কোনও মেয়েই সবথেকে বেশি খুশি হবে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও যা বাবা-মেয়ের সম্পর্কের গভীরতা যেন আরও একবার প্রমাণ করে দিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে সুইগিতে চাকরি পেয়েছেন এক ব্যক্তি। আর যা দেখে তাঁর মেয়ের যা প্রতিক্রিয়া তাতে মুগ্ধ নেটিজেনরা। চোখ ভিজেছে নেটবাসীদের।

নেট দুনিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি অনলাইন ফুড ডেলিভারি কোম্পানি সুইগির টি-শার্ট হাতে ধরে দাঁড়িয়ে রয়েছেন। পাশে তাঁর মেয়ে রয়েছে চোখ বন্ধ করে। এরপর মেয়েটি চোখ খুলেই বাবাকে সুইগি টি-শার্ট হাতে দেখে আনন্দে ভাসে। ভিডিয়োতে স্পষ্ট বাবা চাকরি পেয়েছে দেখে যারপরনাই আনন্দিত মেয়ে। ভিডিয়োটি দেখে মন ভালো হচ্ছে নেটিজেনদের।

 

View this post on Instagram

 

A post shared by pooja avantika (@pooja.avantika.1987)

মুহূর্তে ভাইরাল হয়েছে এই ভিডিওটি। এক নেটিজেন এই ভিডিওতে কমেন্ট করেছেন, “বাবার নতুন চাকরি। এখন আমি আমার পছন্দের খাবার খেতে পারি”। নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছে মেয়েটিকে। এক ইন্সটা ব্যবহারকারী লিখেছেন, “স্যার, আপনি ভাগ্যবান যে এমন একটি পরীর মতো মেয়ে পেয়েছেন”। কেউ কেউ আবার এই ভিডিও দেখে ওই ব্যক্তির পরিবারের সুখ-শান্তি কামনা করেছেন।

ভাইরাল এই ভিডিও পৌঁছে গিয়েছে সুইগির দফতরেও। Swiggy India এই ভিডিও দেখে লিখেছে “খুবই সুন্দর, মনছোঁয়া ভিডিও”। সুইগির এই মন্তব্যে পাল্টা সুইগিকে ধন্যবাদও জানিয়েছেন অনেকেই।

Related Articles

Back to top button