এবার চিজ স্যান্ডউইচে দেওয়া হল আইসক্রিম! ভিডিও ভাইরাল হতেই ‘চোখে ক্যানসার হবে এসব দেখে’ বলছেন নেটিজেনরা

স্যান্ডউইচে আলু, শশা, টমেটো দিয়ে আমরা সবাই খেয়েছি। সে স্কুলের টিফিনে হোক বা রেস্ট্রুরেন্টে। মোটামুটি সকলের প্ৰিয় এই খাদ্য। স্যান্ডউইচ অনেকরকমেরই হয়। তবে চিকেন স্যান্ডউইচ, চিজ স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ সব থেকে বেশি প্রচলিত এবং খেতেও ভালো।
তবে কখনও মিষ্টি আইসক্রিম দিয়ে স্যান্ডউইচ খেয়েছেন। এরকমই অভিনব কায়দায় স্যান্ডউইচ বানিয়ে নেট মাধ্যমে চর্চায় এখন ‘আইসক্রিম স্যান্ডউইচ’। চিজ এবং আইসক্রিম দিয়ে তৈরি হচ্ছে এই স্যান্ডউইচ। গুজরাতের ভাবনগরের এক স্যান্ডউইচ বিক্রেতা এই অভিনব স্যান্ডউইচ বানাচ্ছেন।
একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী সম্প্রতি একটি ভিডিয়ো শেয়ার করেছেন। সেখানেই দেখা যাচ্ছে বিক্রেতা আইসক্রিম আর চিজ দিয়ে স্যান্ডউইচ বানাচ্ছেন। আর এই ভিডিও দেখেই চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড় খাদ্যপ্রেমীদের। হৃদয়াকারে বানানো এই স্যান্ডউইচের একদিকে জ্যাম এবং অন্যদিকে চিজ ও চকোবার আইসক্রিম দেওয়া।
এই ভিডিও ভাইরাল হতেই এই খাবারের প্রতি ক্ষোভ দেখাতে শুরু করে নেটিজেনরা। একজন লিখেছেন, ‘এই দৃশ্য দেখে আমার চোখে ক্যানসার ধরা পড়েছে!’ আবার অনেকে বলেছেন এরকম দৃশ্য দেখার আগে মরে কেন যাননি।
gujaratis bc 😭 pic.twitter.com/gKAvnWFOhr
— P (@infallible_23) June 23, 2022