রেগে বাড়িছাড়া বউ, বাপের বাড়ি থেকে বউকে ফিরিয়ে আনতে ‘ছুটি দিন’, চিঠি দিয়ে কাতর আর্জি সরকারি কর্মীর

দাম্পত্য স্বামী -স্ত্রীর মধ্যে ছোট ছোট ঝগড়া ঝামেলা হয়েই থাকে। যার ফলে স্ত্রী বাপের বাড়ি চলে গেছেন এমন ঘটনা দেখায় যায়। কিন্তু স্ত্রী ঝগড়া করে বাপের বাড়ি চলে যাওয়ায়, তাকে আনতে যাওয়ার জন্য অফিসে ছুটি চেয়ে বসা এই ঘটনা সচরাচল দেখা যায় না।
উত্তরপ্রদেশের কানপুর নিবাসী শামসাদ আহমেদ এমনই ঘটনা ঘটিয়েছেন। জানা গেছে, তাঁর স্ত্রী কিছুদিন আগে ঝগড়া করে সন্তানদের নিয়ে বাপের বাড়ি চলে গেছেন। শামসাদ মানসিক ভুগছিলেন। তাই স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য তিন দিনের ছুটি চেয়ে চিঠি করেছেন তিনি।
ভাইরাল হয়েছে সেই চিঠির ছবি। চিঠিতে শামসাদ লিখেছেন, ‘আমি খুব কষ্টে আছি। তাই স্ত্রীর গ্রামের বাড়িতে গিয়ে ওকে ফিরিয়ে আনতেই হবে। সেই কারণে আমি তিনদিনের ছুটি চাইছি, দয়া করে আমার আবেদন মঞ্জুর করুন।’ বর্তমানে তিনি কানপুরের প্রেম নগর বিডিও অফিসে কর্মরত। ৪ থেকে ৬ অগাস্ট তিনি ছুটি চেয়েছেন।
অনেক সময়ই আসল কারণ জানিয়ে ছুটি নেওয়া কঠিন হয়ে পড়ে। কিন্তু এই ব্যক্তি যা করে দেখিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় এখন তা ভাইরাল। তাঁর এহেন সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন অনেকে।