ভাইরাল

বাদাম কাকু এখন অতীত! মিষ্টি সুরে গান গেয়ে ফুল বিক্রি করে সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ছেন কোলাঘাটের ‘ফুল কাকু’

সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত কত কিছুই না ভাইরাল হচ্ছে অহরহ। এবার সকলের নজর কাড়লেন কোলাঘাট ফুল বাজারের এক বিক্রেতা। ‘দেখবি যদি আয় চলে, কোলাঘাটের ফুল বাজারে’, এমন মিষ্টি সুরে গান গেয়েই সকলের মন জয় করে নিচ্ছেন ফুল বিক্রেতা প্রদীপ ঘোষ। ফুলের মিষ্টি ঘ্রাণের সঙ্গে তাঁর গানের বুলি এককথায় মুগ্ধ করে সকলকে। বাদামকাকু, মাখা কাকুর পর এবার নতুন করে লাইমলাইট কাড়লেন এই ‘ফুল কাকু’।

পাঁশকুড়া থানা এলাকার সাঁকটিগরি গ্রামের বাসিন্দা প্রদীপবাবু। বিগত ৩০ বছর ধরে ফুলের ব্যবসা করে আসছেন তিনি। ক্রেতাদের চাহিদা মতো নানান ধরনের ফুল বিক্রি করে থাকেন প্রদীপবাবু। সেই সব ফুল নিয়েই গান রচনা করেন তিনি। ফুলের সঙ্গে সঙ্গে আবার তাঁকে ফুলের দাম ইত্যাদি প্রসঙ্গও গানের সঙ্গে জুড়ে দেন। বাজারে ফুল কিনতে এসে গান শোনা এ যেন বাড়তি পাওনা। আর তাতেই ক্রেতারা থমকে দাঁড়াতে বাধ্য করে।

এই ঘটনা থেকেই মনে পড়ে যায় বীরভূমের দুবরাজপুরের ভুবন বাদ্যকরের গান গেয়ে গেয় কাঁচা বাদাম বিক্রির কথা। অনেক মানুষই ছিলেন যারা বাদাম না কিনলেও দাঁড়িয়ে তাঁর গান শুনতেন। সেরকমই পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের এই ফুল বিক্রেতার কাছে ফুল কিনতে গেলেও আপনাকে একবার অন্তত থমকে দাঁড়াতেই হবে।

তবে প্রদীপবাবু যে শুধুমাত্র নিজের রচনা গানই গান, এমনটা নয়। নানান পুরনো দিনের গানও ভেসে ওঠে তাঁর গলায়। সহজ সরল প্রদীপবাবুর এমন আচরণে একদিকে যেমন ক্রেতারাও খুশি হন, তেমনই আবার আশেপাশের বিক্রেতারাও বেশ উপভোগ করেন। নিজের এই গান গেয়ে ফুল বিক্রির করার মাধ্যমে প্রদীপবাবু এখন কোলাঘাট ফুল বাজারের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন।

Related Articles

Back to top button