ভাইরাল

বর করোনা আক্রান্ত, তাতে কী? পিপিই কিট পরেই চলল বিয়ে, সাত পাকে ঘুরলেন দম্পতি

দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রথম পর্যায়ের থেকেও এবার সংক্রমণের হার আরও বেশি। দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে তিন লক্ষ ছাড়িয়েছে। গোটা দেশে নেমে এসেছে ভয়াভ পরিস্থিতি। কোনও হাসপাতালে বেডের অভাব, তো কোথাও আবার নেই অক্সিজেন।

কিন্তু এত কিছুর পরও কিছু মানুষের যেন শিক্ষা হয় না। বিয়ে বা সামাজিক কোনও অনুষ্ঠানে লোক সমাগমের ফলে সংক্রমণের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। কিন্তু তাতে আমল দিতেই রাজী নন কিছু মানুষ। সম্প্রতি, মধ্যপ্রদেশে দেখা মিলল এমনই এক ঘটনার।

 

আরও পড়ুন- করোনার ছোবলে পড়লেন মহাগুরু! কোভিড পজিটিভ মিঠুন চক্রবর্তী

সম্প্রতি ভাইরাল হয়েছে মধ্যপ্রদেশের রতলামে একটি বিয়ে বাড়ির ভিডিও। সেখানে দেখা গিয়েছে, বর করোনা আক্রান্ত হওয়া সত্ত্বেও চলছে। বর করোনা পজেটিভ তাতে কি? পিপিই কিট পরেই বিয়ে করলেন দম্পতি। এতে আপত্তিও করেননি বর বা কনে পক্ষের কেউই।

বর-কনে থেকে শুরু করে পুরোহিত, আত্মীয় স্বজন সকলেই উপস্থিত ছিলেন পিপিই কিট পরিহিত অবস্থায়। সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে রতলামের তেহসিলদার নবীন গর্গ বলেন, “গত ১৯শে এপ্রিল পাত্রের কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ ধরা পড়ে ৷ আমরা এখানে বিয়ের অনুষ্ঠান বন্ধ করতেই এসেছিলাম ৷ কিন্তু পরে সকলের অনুরোধে এবং সিনিয়র কর্মীদের সাহায্যে বিয়ের অনুষ্ঠান শেষপর্যন্ত সম্পন্ন হয়৷ প্রত্যেকে পিপিই পরে থাকায় সংক্রমণ ছড়ানোরও সম্ভাবনা ছিল না”।

আরও পড়ুন- অক্সিজেনের ট্যাঙ্কারগুলিকে অ্যাম্বুলেন্সের মতো বিবেচনা করার প্রস্তাবে সায় রাজ্যগুলির, সুপ্রিম কোর্টে দাবী শাহ্’র

এবার এখানে একটাই প্রশ্ন উঠছে, এমন অবস্থায় বিয়েটা করা কী সত্যিই খুব দরকার ছিল? অন্তত, বরের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসা পর্যন্ত বিয়েটা স্থগিত রাখাই যেত। কারণ, বিয়ের চেয়েও মানুষের জীবন আগে। এমন কাজ করে কতগুলো মানুষের জীবন যে তারা বিপন্ন করলেন, তা তাদের বোধগম্যের বাইরে।

debangon chakraborty

Related Articles

Back to top button