ভাইরাল

‘লাভ স্টোরি’! একে অপরের স্বামীর প্রেমে পাগল দুই গৃহবধূ! স্বামীদের ছেড়ে প্রেমিকদের সঙ্গেই নতুন সংসার পাতলেন দুই নারী

সবই প্রেমের খেলা। এই প্রেমের ফাঁদে যে একবার পড়েছে, সেই বোঝে এই ফাঁদ থেকে বেরিয়ে আসা ঠিক কতটা মুশকিল। বিহারের খাগারিয়া জেলায় এমন একটি প্রেমের কাহিনী শোনা গেল যা আচ্ছা আচ্ছা সিনেমার গল্পকেও হার মানায়।

এক অভিনব ঘটনার সাক্ষী হয়ে থাকল বিহারের এই এলাকা। দুই নারী প্রেমে পড়লেন একে অপরের স্বামীর। এর জেরে প্রেমের টানেই স্বামীকে ফেলে প্রেমিকদের সঙ্গে নতুন সংসার পাতলেন ওই দুই মহিলা। আর ঘটনাচক্রে দুই মহিলার নামই রুবি দেবী। নামের মতোই তাদের ভাগ্যেও যেন ততটাই মিল

পসরাহা গ্রামের বাসিন্দা নীরজকুমার সিং ও রুবি দেবী। সূত্রের খবর, ২০০৯ সালে বিয়ে হয়ে তাদের। চারটি সন্তান রয়েছে ওই যুগলের। সব দিব্যিই চলছিল। কিন্তু আচমকাই একই গ্রামের মুকেশকুমার সিংয়ের প্রেমে পড়েন রুবিদেবী।

এদিকে আবার মুকেশও বিবাহিত। তাঁর ঘরেও রয়েছে স্ত্রী ও দুই সন্তান। কিন্তু ধীরে ধীরে সম্পর্ক ঘনিষ্ঠ হতে থাকে রুবিদেবী ও মুকেশের। আর সম্পর্কের ঘনিষ্ঠতা এমন জায়গায় পৌঁছয় যে একে অপরকে ছেড়ে থাকা অসম্ভব হয়ে ওঠে তাদের পক্ষে। এর জেরে পালিয়ে যান তারা। গত বছরের ৬ ফেব্রুয়ারি মুকেশের সঙ্গে নতুন সংসার পাতেন রুবি।

কাকতালীয়ভাবে আবার মুকেশের স্ত্রীর নামও রুবিদেবী। স্বামীর এমন কাণ্ডে বেশ মুষড়ে পড়েছিলেন মহিলা। আর নীরজও এদিকে স্ত্রীকে অপহরণ করার অভিযোগ দায়ের করেছিলেন থানায়। এসবের মধ্যেই মুকেশের স্ত্রী রুবিদেবীর ফোন নম্বর পান নীরজ।

নীরজ ফোন করেন রুবিদেবীকে। কথা বলতে বলতে ধীরে ধীরে তাদের মধ্যেও তৈরি হয় প্রেমের সম্পর্ক। ঘনিষ্ঠ হতে থাকে প্রেম। সেই প্রেমের টানেই গত ১৮ ফেব্রুয়ারি ফের বিয়ে করেন নীরজ ও রুবিদেবীও। এমন প্রেমকাহিনীর কথা শুনে নেটিজেনরা বেশ উচ্ছ্বসিত। এমন একটি খবর চাউর হতেই তা ভাইরাল হতে খুব একটা সময় লাগেনি।

Related Articles

Back to top button