হেনস্থা? অন ক্যামেরাই যুবককে সপাটে চড় মারলেন সাংবাদিক! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

দেশে পুলিশ, মন্ত্রী, ডাক্তার ছাড়া আরও এক পেশায় নিযুক্ত মানুষ দেশের পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তা হ’ল সাংবাদিক। আমাদের দেশে গণতন্ত্রের চতুর্থস্তম্ভ বলা হয় যাকে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে একজন মহিলা সাংবাদিকের কাজ দেখে থ নেটিজেনরা।
ওই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একজন মহিলা সাংবাদিক সপাটে চড় মারলেন এক যুবককে। ওইদিন পাকিস্তানের সাংবাদিকটি ক্যামেরার সামনে দাঁড়িয়ে ঘটনার বিস্তারিত জানাচ্ছিলেন, সেই সময় পাশে দাঁড়িয়ে থাকা এক যুবককে কষিয়ে চড় মারেন।
জানা যাচ্ছে, গত ৯ জুলাই, রবিবার ঈদ-উল-আযার দিন ঘটনাটি ঘটে। ওই যুবক সাংবাদিককে হেনস্থা করছিলেন বলে অভিযোগ। ভিডিওটি ট্যুইটারে পোস্ট করতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।
????????? pic.twitter.com/Vlojdq3bYO
— مومنہ (@ItxMeKarma) July 11, 2022
তবে নেটিজেনরা অনেকে বলছেন, ‘নিশ্চয় কোনও অসভ্য আচরণ করেছিল যুবকটি।’ আবার একজন লিখেছেন, ‘অনেকক্ষণ ধরে সাংবাদিককে বিরক্ত করছিল এই যুবকটি। ২-৩ বার বারণ করা সত্ত্বেও সে থামেনি।’ উল্লেখ্য, এই ভিডিও দেখে নেটিজেনরাও বুঝে উঠতে পারছেন না যে ঠিক কি কারণে এরকম করলেন সাংবাদিক।