ভাইরাল

দক্ষিণ ভারতে দেখা মিলল এক অদ্ভুত প্রাণীর, মুহূর্তেই ভিডিও ভাইরাল

আই. এফ. এস অফিসার সুধা রামেন তার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে অদ্ভূত এক প্রাণী, দূর থেকে দেখলে যাকে ‘ব্ল্যাক প্যান্থার’ বলে ভুল হতে পারে। কিন্তু এটি মোটেই ‘ব্ল্যাক প্যান্থার’ নয়। এটি হলো পশ্চিমঘাট পর্বতমালার এক বাসিন্দা যা নীলগিরি মারটেন নামে পরিচিত। মারটেন প্রজাতির একমাত্র নীলগিরি মারটেনই পশ্চিমঘাট পর্বতমালা এবং নীলগিরি পর্বতে দেখা যায়।

কিন্তু কেমন দেখতে এই প্রাণী? এর পুরো দেহ গাঢ় খয়েরি রঙের। কিন্তু গলা থেকে পেট অব্দি হলুদ এবং কমলা বর্ণ। সাধারণত এটি ২২ থেকে ২৬ ইঞ্চির মতো লম্বা হয়। কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু এই সমস্ত জায়গার আর্দ্র বনভূমিতে সাধারণত এরা বসবাস করে। এরা এক ধরনের ছোট স্তন্যপায়ী প্রাণী যা ছোট ছোট পাখি শিকার করে খাদ্য হিসাবে গ্রহণ করে। তবে মাঝে মাঝে নানান রকমের ফল এবং ফলের বীজ খেতেও এদের দেখা যায়। এরা সাধারণত গাছের ওপরেই থাকে, তবে শিকারের প্রয়োজনে মাঝে মাঝে গাছ থেকে নিচে নেমে আসে।

https://www.facebook.com/thebetterindia/videos/4869569119735992/

ভাইরাল হওয়া ভিডিওটিতে এমন একটি প্রাণীকেই দেখা গেছে। তবে দূর থেকে দেখলে এটিকে ‘ব্ল্যাক প্যান্থার’ বলে মনে হবে না বরং খানিকটা বেঁজির মতো প্রাণী বলে মনে হতে পারে। তবে এটি ‘ব্ল্যাক প্যান্থার’ বা ‘বেঁজি’ কোনটাই নয়, এটি হলো ‘নীলগিরি মারটেন’। নিজের চোখেই না হয় সেই ভাইরাল ভিডিওটি দেখে বিচার করুন এটিকে ঠিক কার মতো দেখতে।

প্রতিবেদনটি লিখেছেন : অন্তরা ঘোষ

Related Articles

Back to top button