ভাইরাল
ছেলের মৃত দেহ কাঁধে নিয়ে ২৫ কিলোমিটার হেঁটে পাড়ি বাবার! হাসপাতালে বলেও মিলল না অ্যাম্বুল্যান্স

যোগী আদিত্যনাথ এর উত্তর প্রদেশ নিয়ে বারবার উঠে এসেছে নানা অভিযোগ। এইবার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের হাসপাতালে এবং অ্যাম্বুল্যান্স ব্যবস্থায়। মৃত ছেলেকে কাধে নিয়ে গ্রামে ফিরলেন বাবা
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ্যে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর ছেলে শুভমকে প্রয়াগরাজের স্বরূপরানি নেহরু হাসপাতালে নিয়ে গিয়েছিলেন বজরঙ্গী যাদব। চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয়েছিল শুভমের। তারপর ছেলের দেহ বাড়ি নিয়ে আসার জন্য মেলেনি অ্যাম্বুল্যান্স।
শেষমেষ ছেলের দেহ সাদা কাপড়ে ঢেকে কাঁধে নিয়েই পাড়ি দিলেন ২৫ কিলোমিটার। অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষকে বললেও তাঁরা কোনও অ্যাম্বুল্যান্স বা শববাহী ব্যবস্থা করে দিতে পারেননি। তাই বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছেন বজরঙ্গী।
এই দৃশ্য দেখে পথচারীরা অবাক হয়েছেন। কেউ সেই দৃশ্য ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন।