ভাইরাল

ক্লাসরুমে চোখের সামনে অনবরত নেচে চলেছে বান্ধবী, বইয়ের পাতা থেকে চোখে উঠল না সামনে বসা দুই কিশোরের, ভাইরাল ভিডিও

অনুষ্ঠানের সময় চোখের সামনে ক্লাসরুমের মধ্যে কোমর দুলিয়ে নাচতে বান্ধবী। কিন্তু তাতে কোনও ভ্রুক্ষেপ নেই সামনের বেঞ্চে বসে থাকা দুই কিশোরের। বইয়ের পাতা থেকে একবারের জন্যও নজর সরল না তাদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে যে একটি ক্লাস রুমের মধ্যে সবুজ রঙের টি শার্ট ও জিন্স পরা একটি কিশোরী নানান ভঙ্গিমায় নাচছে। তার নাচের তালে তালে হাততালি দিচ্ছে ক্লাসরুমের বাকি পড়ুয়া। ক্লাসরুম একেবারে গমগম করছে। এসবের মধ্যেই নজর কাটলো সামনের বেঞ্চে বসে থাকা দুই কিশোর।

একমনে বইয়ের দিকে তাকিয়ে নিজেদের মধ্যে পড়াশোনা নিয়ে আলোচনা করে গেল ওই দুই কিশোর। প্রায় দু ‘মিনিট ধরে বান্ধবীর চোখের সামনে নেচে গেলেও তাতে আমলও দিল না দুই পড়ুয়া। একবারের জন্য চোখ তুলেও তাকালো না তারা। যেন পড়াশোনা ছাড়া আর কোনও পার্থিব জিনিসে কোনও মোহ নেই তাদের। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন তুমুল ভাইরাল।

নেটিজেনদের একাংশের মতে, এই দুই পড়ুয়া ডাক্তার, ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাবেনা তো অন্য আর কে পাবে। আবার অনেকের মতে, বেশি বাড়াবাড়ি করেছে ওই দুই কিশোর।

debangon chakraborty

Related Articles

Back to top button