‘ইয়াদ আ রাহা হ্যায় তেরা প্যায়ার’, লোকজনের মাঝেই মণ্ডপের সামনে উদ্দাম নাচ মহিলার, থমকে গেলেন পথচারীরাই

পুজোর মণ্ডপের সামনে উদ্দাম নাচ নাচলেন মহিলা। বাপ্পি লাহিড়ীর গানে তুমুল নেচে পথচারীদের রীতিমতো চমকে দিলেন তিনি। নাচের জন্য কোনও মঞ্চ নয়, বরং রাস্তার মাঝে সকলের মধ্যে দাঁড়িয়েই তুমুল নাচ নাচলেন ওই মহিলা। সেই নাচের ভিডিও এখন নেটদুনিয়ায় ভাইরাল।
পুজোর সময় বেলেঘাটার সন্ধানী ক্লাবের মণ্ডপের সামনে দাঁড়িয়ে ‘ইয়াদ আ রাহা হ্যায়’ গানের তালে নাচছিলেন ওই মহিলা। পরনে ছিল সাধারণ কুর্তি এবং প্যান্ট। তাঁর নাচের ভিডিয়ো ক্যামেরাবন্দি করা হয়েছে। তারপরই তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
ওই মহিলার পরিচয় যদিও জানা যায়নি। তবে তাঁর নাচ বেশ উপভোগ করেছেন নেটিজেনরা। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে মহিলা নাচ শুরু করার পর কেউ কেউ তাঁকে থামানোর চেষ্টাও করেছিলেন, কিন্তু তাতে কোনও ভ্রূক্ষেপই করেন নি মহিলা। গানের তালে নিজের মনে নেচেই চলেছেন তিনি।
এভাবে তাঁকে নাচতে দেখে পথচলতি মানুষ থমকে দাঁড়িয়ে পড়েন। কেউ কেউ আবার হেসে ফেলেছেন মহিলার কাণ্ড দেখে। কেউ কেউ আবার এই উদ্দাম নাচকে পাত্তা দেননি। মুখ ঘুরিয়ে চলে গিয়েছেন। তবে কারও কোনও প্রতিক্রিয়ায় পাত্তাই দেননি মহিলা। তিনি নিজের মনে নেচেছেন।
তবে সোশ্যাল মিডিয়ায় মহিলার এই নাচকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনেকে। কেউ কেউ বলেছেন, “দুর্দান্ত! এটাই তো জীবনের স্পর্ধা”। আবার কেউ বলেছেন, “কখনও কখনও লোকে কী বলবে তা না ভেবে এ ভাবেই বাঁচা দরকার”। কারোর পরোয়া না করে মহিলা যেভাবে মনের ইচ্ছাতে নেচে গিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।