রাজস্থানের প্রাসাদে আলো-আঁধারিতে ঘুরে বেড়াচ্ছে মঞ্জুলিকা, হাড়হিম করা দৃশ্য চোখের সামনে দেখে আঁতকে উঠলেন পর্যটকরা

অনেক পুরনো দিনের একটা প্রাসাদ। আলো-আঁধারিতে ভরা। ঢুকলেই যেন গা ছমছম করে ওঠে। ভাবুন, এমন এক প্রাসাদে আপনি ঘুরতে গিয়েছেন আর আচমকাই আপনার সামনে এসে একজন দাঁড়াল যার গা ঢাকা চাদরে ও সামনে এলো করা খোলা লম্বা চুল। তাহলে কী প্রতিক্রিয়া হবে আপনার?
ভেবেই বুকের ভেতরটা শুকিয়ে গেল তো? এমনই ঘটনা ঘটছে রাজস্থানের ভরতপুরের একটি প্রাসাদে। প্রাসাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এমনই এক মহিলা। চোখের সামনেই হঠাৎই হাজির হচ্ছে ‘ভুলভুলাইয়া’ ছবির মঞ্জুলিকা। আর তা দেখে রীতিমতো ভয়ে আঁতকে উঠছেন পর্যটকরা।
আসলে এই গোটা বিষয়টিই এক ধরনের ‘প্র্যাঙ্ক’, অর্থাৎ মজার ছলে ঠকানো। উদয়পুরের ওই অট্টালিকাটি বর্তমানে রিসর্ট হিসেবে ব্যবহার করা হয়। ঘোরার পাশাপাশি সেই প্রাসাদে রাত কাটানোরও সুযোগ রয়েছে। সেখানেই অক্ষয়কুমার এবং বিদ্যা বালান অভিনীত ভুলভুলাইয়া ছবির মঞ্জুলিকা চরিত্রটির মতো সাজপোশাক করে পর্যটকদের মজার ছলে ভয় দেখাচ্ছিলেন এক তরুণী। প্ৰিশা নামে এক তরুণী মঞ্জুলিকা সেজে করা সেই প্র্যাঙ্কের ভিডিও নিজের টুইটার হ্যান্ডলে শেয়ার করেছেন।
এই ভিডিওতে দেখা যাচ্ছে যে একটি সাদা চাদরে মোড়া, লম্বা চুল সামনে এনে মুখ ঢাকা কেউ একজন ঘোরাফেরা করছেন। আবার কখনও ওই তরুণীকে দেখা গিয়েছে অন্ধকারের মধ্যে ঘাপটি মেরে দাঁড়িয়ে থাকতে। আর কেউ তাঁর সামনে এলেই সেই ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়ছেন ওই তরুণী। আর আতঙ্কে চিৎকার করে উঠছেন পর্যটকরা।
Dressed up as monjulika to scare the residents of Bharatpur & this is how it went 🥰 pic.twitter.com/K4v8Oii00U
— prisha. (@prishafknwalia) January 8, 2023
তরুণীর শেয়ার করা এই ভিডিও ইতিমধ্যেই তুমুল ভাইরাল হয়েছে। এই ভিডিওতে এখনও পর্যন্ত ৩৬ হাজার মানুষ দেখেছেন। অনেকেই যেমন এই ভিডিও দেখে বেশ মজা পেয়েছেন, তেমন অনেকেই আবার এই ধরণের মজা করার বিপক্ষেও কথা বলেছেন।
কেউ এই ভিডিও দেখে লিখেছেন, “ভরতপুর পাখিরালয়ে ঘোরার সময় আমি আর আমার বন্ধুরা এই প্রাসাদে ছিলাম। আমার মনে পড়ছে, ওখানকার পুরো ব্যবস্থা দেখে আমার মনে হচ্ছিল মণিচিত্রাথাজু নাম যে সিনেমাটা থেকে অনুপ্রাণিত হয়ে ভুলভুলাইয়া ছবিটি বানানো হয়েছিল, সেটার সঙ্গে ওই প্রাসাদের পরিবেশের একটা অদ্ভুত মিল আছে”। কেউ আবার লিখেছেন, “যদি ভয় পেয়ে কারও হার্ট অ্যাটাক হয়ে যায়, তাহলে আর এত মজা লাগবে না”।