অর্থাভাবে জোটে নি জুতো, তপ্ত গরমে পিচ রাস্তায় হাঁটার জন্য সন্তানদের পায়ে প্লাস্টিক মুড়ে দিলেন মা, ছবি দেখে কেঁদেই ফেললেন নেটবাসীরা

স্বামী যক্ষ্মায় আক্রান্ত হয়ে শয্যাশায়ী। রোজগার করতে পারে না। অথচ সংসারে তিনটি মেয়ে সন্তান। পেট চালাতে সন্তানদের নিয়ে রোজগার করতে বেরিয়ে পড়েছেন মা। প্রচণ্ড গরমে পিচের রাস্তায় হেঁটে চলেছেন তারা। পায়ে নেই জুতো। গরম থেকে বাঁচতে সন্তানদের পায়ে প্লাস্টিক বেঁধে দিলেন অসহায় মা।
সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ছবি ভাইরাল হয়েছে। জানা যাচ্ছে, এই ছবিটি মধ্যপ্রদেশের শিওপুরের। স্থানীয় এক সাংবাদিক এই ছবিটি তোলেন। একরত্তি তিন সন্তানকে নিয়ে ওই মহিলাকে রাস্তায় হাঁটতে দেখেই দাঁড়িয়ে পড়েন তিনি। ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
জানা গিয়েছে, ওই মহিলার দিকে সাহায্যের হাতও বাড়িয়ে দেন তিনি। সবার জন্য জুতো কেনার পয়সা গুঁজে দেন রুক্মিণী নামে ওই মহিলার হাতে। কুরেশির কাছে নিজের কষ্টের কথা তুলে ধরেন রুক্মিণী।
জানা গিয়েছে, রুক্মিণীরা সহরিয়া উপজাতিভুক্ত। অর্থাভাবে কষ্টে দিন কাটান তারা। রুক্মিণীর স্বামী যক্ষ্মায় আক্রান্ত। তাঁর চিকিৎসার খরচ জোগাতে ও সংসার চালানোর দায়িত্ব সবই এখন রুক্মিণীর উপর। সেই কারণে গরমকে উপেক্ষা করেই অর্থ সংস্থানের আশায় রাস্তায় বেরিয়ে পড়েছেন তিনি।
তিনটি কন্যাসন্তান রয়েছে রুক্মিণীর। প্রতেকেই ছোটো। ফলে তাদের বাড়িতে রেখে আসা সম্ভব নয়। তাই তিন সন্তানকে নিয়েই কাজ খুঁজতে বেরিয়ে পড়েছিলেন রুক্মিণী। কিন্তু টাকার অভাবে জুতো কিনে দিতে পারেন নি সন্তানদের। তাই গরম রাস্তায় হাঁটার জন্য সন্তানদের পায়ে প্লাস্টিক বেঁধে দেন রুক্মিণী।
কুরেশির ছবি এবং খবরের জেরে স্থানীয় প্রশাসন জানতে পারে রুক্মিণীর সংগ্রামের কথা। শিওপুরের জেলাশাসক শিবম ভার্মা জানিয়েছেন, ওই পরিবারকে তারা সবরকমভাবে সাহায্য করবেন। রাজ্যের নারী ও শিশুকল্যাণ বিভাগের কর্মীবৃন্দ এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের রুক্মিণীর বাড়িতে পাঠানো হয়েছে। তাদের সংগ্রহ করা তথ্যের উপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে।