ফের বিতর্কের মুখে দেবাংশু, মহাবিজ্ঞানী গ্যালিলিওর সঙ্গে মমতার তুলনা টেনে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার তৃণমূল যুবনেতা

একুশের নির্বাচনে তাঁর ‘খেলা হবে’ গানটি হিট হয়েছিল বটে। কিন্তু তা নিয়ে বিতর্কও কম হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একরকম দেবীরূপেই পুজো করেন তিনি। অন্তত তাঁর নিজের এমনটাই মত। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নানান মন্তব্য দৈববাণী হিসেবে মেনে নিয়ে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রোল হন তিনি।
ঠিকই ধরেছেন, কথা হচ্ছে তৃণমূল যুবনেতা দেবাংশু ভট্টাচার্যকে নিয়ে। নানান সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নানান অদ্ভুত কথা, মন্তব্যের নিজের মতো করে ঠিক যুক্তি সাজিয়ে ফেলেন দেবাংশু। সেই বিষয়ে কেউ কোনও মন্তব্য করলে তাঁকে বা তাদের যে তিনি ব্যক্তিগত আক্রমণ করতেও কসুর করেন না, তা কারোর অজানা নয়।
সম্প্রতি, একটি সংবাদপত্রের একটি খবরের অংশের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন দেবাংশু। না, তাতে কোনও অসুবিধা ছিল না, যতক্ষণ না তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মহাবিজ্ঞানী স্বয়ং গ্যালিলিওর তুলনা টেনে আনলেন।
আসলে, গত নভেম্বর মাসে হাওড়ার এক প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কাশফুল থেকে বালিশ, বালাপোশ বানানো যায় কী না, তা দেখা যেতে পারে। তাঁর সেই কথা মাথায় রেখে উলুবেড়িয়া বণিকসভা তৈরি করছে কাশফুলের বালাপোশ। সেই খবরের অংশ শেয়ার করেন দেবাংশু।
কিন্তু তা শেয়ার করতে গিয়েই গ্যালিলিওর সঙ্গে তুলনা টেনে আনেন মমতার। তাঁর কথায়, গ্যালিলিও যখন বলেছিলেন যে ‘সূর্য স্থির, পৃথিবী ঘোরে’, এই সময় বেশিরভাগ মানুষই তাঁর সমালোচনা করলেও, পরিবর্তীতে তাই-ই প্রমাণিত হয়। সেরকমই, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কাশফুলের বালিশের নিদান নিয়ে সেদিন অনেকে সমালোচনা করলেও, এখন সেটাই হচ্ছে।
এই নিয়েই দ্বিধাবিভক্ত হয়ে যায় সোশ্যাল মিডিয়া। কেউ কেউ দেবাংশুর এই কথার সমর্থন করলেও, কেউ কেউ আবার তাঁর উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন এই বলে যে ‘কোথায় গ্যালিলিও আর কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়’। কারোর মতে, “গ্যালিলিওর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা কী কখনও সম্ভব”?
অনেকের কথাতেই কাশফুল দিয়ে বালিশ, বালাপোশ তৈরি হলেও, এর বাজারদর কেমন তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ কাশফুল তুলোর মতো ফুলে থাকে না, তা সহজেই চুপসে যায়। আর কাশফুল সারাবছর মেলে না। তা কেবল শরৎকালেই পাওয়া যায়। তাই এই দিয়ে বালিশ বা বালাপোশ তৈরির ব্যবসা আদৌ কতটা ফলপ্রসূ হবে, তা নিয়ে ধন্দ রয়েছে বিস্তর।