আন্তর্জাতিক

“আপনি শুয়োরের মতো মোটা কেনো? ” পাক অধিনায়কে অপমান পাক সমর্থকেরই৷

লন্ডনে এবারে বিশ্বকাপ খুব একটা ভালো যাচ্ছেনা পাকিস্তানের। তাতে এমনিতেই সমর্থকদের মধ্যে শুরু হয় কড়া সমালোচনা। এরপর ভারতের নিকট পরাজয়ের পর রীতিমতো রণংদেহী মেজাজে পাক সমর্থকেরা। পাক ক্রিকেট বোর্ড সহ পাক ক্রিকেটারও নিষিদ্ধ করতে পাকিস্তানের এক কোর্টে মামলাও দায়ের করেছিলেন এক স্থানীয় পাকিস্তানি৷ এরপরই লন্ডনেই ফের নিজের দেশের সমর্থকদের নিকট অপমানিত হতে হলো পাক ক্রিকেট দলের অধিনায়ক সরফরাজকে৷

ইতিমধ্যেই পাক অধিনায়ক সরফরাজের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠছে নানান মহলে৷ তারমধ্যেই নিজের বডি ফিটনেস নিয়ে লন্ডনের একটি মলে নিজের দলেরই সমর্থকের নিকট অপমানিত হতে হলো সরফরাজকে।

 

সরফরাজকে অপমানিত করার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেখানে দেখা যাচ্ছে নিজের সপরিবারে পাক অধিনায়ক গিয়েছেন এক শপিং মলে৷ সেখানে হাজির ছিকেন এক পাক সমর্থকও৷ সরফরাজকে দেখে সে তার মোবাইল ক্যামেরা অন করে সরফরাজের দিকে গিয়ে তাকে বলেন যে, “আপনি শুয়োরের মতো এতো মোটা কেনো? ” যদিও এভাবে চরম অপমানিত হওয়ার পরও সরফরাজকে কোনো প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি।

এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরই সেই পাক সমর্থকের কাজের নিন্দায় সরব হন পাকিস্তান এবং ভারতের সমর্থকেরা৷ এরপর অবশ্য সোশ্যাল মিডিয়াতে আরেকটি পোস্ট করে ক্ষমাও চেয়ে নেন সেই পাক সমর্থক।

debangon chakraborty

Related Articles

Back to top button