আন্তর্জাতিক
“আপনি শুয়োরের মতো মোটা কেনো? ” পাক অধিনায়কে অপমান পাক সমর্থকেরই৷

লন্ডনে এবারে বিশ্বকাপ খুব একটা ভালো যাচ্ছেনা পাকিস্তানের। তাতে এমনিতেই সমর্থকদের মধ্যে শুরু হয় কড়া সমালোচনা। এরপর ভারতের নিকট পরাজয়ের পর রীতিমতো রণংদেহী মেজাজে পাক সমর্থকেরা। পাক ক্রিকেট বোর্ড সহ পাক ক্রিকেটারও নিষিদ্ধ করতে পাকিস্তানের এক কোর্টে মামলাও দায়ের করেছিলেন এক স্থানীয় পাকিস্তানি৷ এরপরই লন্ডনেই ফের নিজের দেশের সমর্থকদের নিকট অপমানিত হতে হলো পাক ক্রিকেট দলের অধিনায়ক সরফরাজকে৷
ইতিমধ্যেই পাক অধিনায়ক সরফরাজের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠছে নানান মহলে৷ তারমধ্যেই নিজের বডি ফিটনেস নিয়ে লন্ডনের একটি মলে নিজের দলেরই সমর্থকের নিকট অপমানিত হতে হলো সরফরাজকে।