আন্তর্জাতিক
শপথ নিলেন নরেন্দ্র মোদী। আবুধাবির বহুতলে আলোকসজ্জায় তেরঙা এবং মোদীর ছবি।

বিপুল ভোটে জয় লাভ করে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ফের একবার কেন্দ্রে বিজেপি সরকার। এবং ফের গতকাল দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ করলেন নরেন্দ্র মোদী।
মোদীর শপথগ্রহণে গতকাল সেজে উঠেছিল রাষ্ট্রপতিভবন। উপস্থিত হয়েছিলেন দেশি- বিদেশি কয়েকহাজার অতিথি৷ ভারতের বিভিন্ন জায়গাতেই গতকালকের এই জাঁকজমকপূর্ণ মেগা ইভেন্ট দেখনো হয়েছিল জায়েন্ট স্ক্রিনে। মোদীর শপথগ্রহণকে কেন্দ্র এতোটাই উত্তেজনা ছিল যে কাল এই রাজ্যেরও নানান স্থানে বিজেপির পক্ষ থেকে পথচলতি মানুষদের খাওয়ানো হয় কমলাভোগ মিস্টি এবং লাড্ডু৷