কেটে গেছে ২০টা বছর! শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রকারী ১৪ ইসলামি জঙ্গিকে মৃত্যুদণ্ড দিল বাংলাদেশ

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনের চেষ্টা করায় ১৪ ইসলামি জঙ্গিকে মৃত্যুদণ্ডের সাজা শোনাল বাংলাদেশের আদালত। মঙ্গলবার সে দেশের বিশেষ ফাস্টট্র্যাক ট্রাইব্যুনাল-১ এই সাজা শুনিয়েছে। ‘ফায়ারিং স্কোয়াডে’ গুলি করে দোষী সাব্যস্তদের সাজা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। ‘ফায়ারিং স্কোয়াডে’ সাজাপ্রাপ্তদের মৃত্যুদণ্ড কার্যকর হবে কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন। সেই ক্ষেত্রে আইনি বাধা-বিপত্তি এলে ফাঁসিকাঠে ঝুলিয়েও সাজা কার্যকর করতে বলা হয়েছে।
তবে এই ঘটনা আজকের বা কালকের নয়। মাঝখানে কেটে গেছে দীর্ঘ ২০টা বছর। পদ্মা দিয়ে অনেক জল বয়ে যাওয়ার পর অবশেষে শাস্তি ঘোষণা।
ফাস্টট্র্যাক ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মহম্মদ কামরুজ্জামান মঙ্গলবার এই সাজা শোনান। তিনি বলেন, ‘এই ধরনের নৃশংস এবং ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, এজন্যই দোষীদের এই দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার সিদ্ধান্ত।’