International

প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত নেপাল, ধস নেমে তিনদিনে মৃত কমপক্ষে ৫৪

বিজ্ঞাপন

প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত নেপাল। গত তিনদিনে নেপালের বিভিন্ন জায়গায় ধস নেমে কমপক্ষে ৫৪ জন মারা গেছেন। জখম আরও ৪০ জন। পাশাপাশি এখনও নিখোঁজও রয়েছেন কমপক্ষে ৩৯ জন। এর মধ্যে রবিবারই মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রের খবর, গত তিনদিন ধরে প্রবল বৃষ্টিপাতের ফলে নেপালের ১৯টি জেলায় বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে। প্রচুর জায়গাতে ধসও নেমেছে। প্রশাসনের তরফে উদ্ধার কাজ চালানোর চেষ্টা হলেও পরিবেশের কারণে সম্ভবপর হচ্ছে না। এদিকে বৃষ্টির ফলে হওয়া ভূমিধস -এর কারণে গত তিনদিনে কমপক্ষে ৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রবিবার মারা গেছেন কমপক্ষে ১০ জন। যার মধ্যে সাতজন মায়াগদি, দু’জন জাজারকোট ও একজন সিন্ধুপালচক জেলার বাসিন্দা। এছাড়া পূর্ব প্রান্তে অবস্থিত শঙ্খুওয়াসাভা জেলায় ভয়াবহ ভূমিধসের ফলে আটটি বাড়ি নদীর জলে ভেসে গেছে। এর জেরে নিখোঁজ হয়েছেন কমপক্ষে ১১ জন।

বিজ্ঞাপন

এই প্রসঙ্গে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে হওয়া ভূমিধসের কারণে এখনও পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি নিখোঁজ ৩৯ জন এবং জখম ৪০ জন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Leave a Reply

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading