আন্তর্জাতিক

জোড়া ধাক্কায় বিপর্যস্ত পাকিস্তান! কুখ্যাত বৃষ্টিতে পৃথক দুর্ঘটনায় মৃত্যু ২৪ জনের!

বৃষ্টিতে নাজেহাল পাকিস্তান! একে করোনা ভয়, দোসর প্রবল বৃষ্টি। করোনা ভাইরাসের ভয়ঙ্কর সংক্রমণ বৃদ্ধির মধ্যেই এবার মারাত্মক বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে পাকিস্তান-এর বিস্তীর্ণ অঞ্চলের জনজীবন। ওই দেশের বিভিন্ন অঞ্চলে পৃথক দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত কমপক্ষে ২৪ জনের মৃত্যু ঘটেছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিভিন্ন জায়গায় প্রচুর বাড়ি ভেঙে পড়েছে। ক্রমে বাড়ছে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা। সমানতালে উদ্ধারকার্য চালালেও প্রতিকূল পরিস্থিতির জন্য তাতে প্রতিনিয়ত ব্যাঘাত ঘটছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার লাহোরের হরবংশপুরা এলাকায় একটি বাড়ি ভেঙে পড়ে চার জনের মৃত্যু হয়। জখম হন আরও পাঁচ জন।

অন্যদিকে শেখুপুরা জেলায় বাড়ি চাপা পড়ে মারা গিয়েছেন কমপক্ষে ৯ জন। মান্ডি বাহাউদ্দিন জেলাতেও বাড়ির তলায় চাপা পড়ে প্রাণ হারিয়েছেন এক মহিলা ও তাঁর চার সন্তান। পাঞ্জাব প্রদেশের চকওয়াল জেলার একটি কয়লাখনিতে ভূমিধসের ফলে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে।

এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। আর ফয়সালাবাদ জেলায় বাড়ির ছাদ ভেঙে ও বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছেন তিন জন। এখনও পর্যন্ত সব জায়গার খবর পাওয়া যায়নি। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা।

debangon chakraborty

Related Articles

Back to top button