International

CoronaVirus: বাংলাদেশকে ৩০ হাজার মাস্ক, ১৫ হাজার হেডকভার দিয়ে করোনা মোকাবিলায় সাহায্য মোদীর

বিজ্ঞাপন

বাংলাদেশেও তার করাল থাবা বসিয়েছে করোনা। এমন অবস্থায় ৩০ হাজার সার্জিক্যাল মাস্ত ও ১৫ হাজার হেডকভার দিয়ে ঢাকার পাশে দাঁড়াল নয়াদিল্লি। ভারতীয় দূতাবাস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ‘প্রতিবেশী প্রথম, এই নীতি মেনে ও কোভিড-১৯ সংক্রমণ আটকাতে ১৫ মার্চ এক ভিডিও সম্মেলনের উদ্যোগ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই ভিডিয়ো কনফারেন্সে অংশ নিয়েছিলেন সার্কভূক্ত সকল দেশের রাষ্ট্রপ্রধানরা। কোভিড-১৯–এর মোকাবিলায় চেষ্টা করছে বাংলাদেশ সরকার। মাস্ক ও হেডকভার তাদের প্রচেষ্টায় সহায়ক হবে।’

বিজ্ঞাপন

এই প্রেক্ষিতেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে সহযোগিতা তুলে দেন ঢাকায় ভারতের রাষ্ট্রদূত রীভা গঙ্গোপাধ্যায় দাস।

বিজ্ঞাপন

ভারতীয় দূতাবাস বিজ্ঞপ্তিতে আরোও জানিয়েছে, ‘বন্ধু ও প্রতিবেশী হিসেবে প্রতিকূল সময়ে বাংলাদেশের পাশে দাঁড়াতে তৈরি ভারত। ভারত, বাংলাদেশ ও সার্ক দেশগুলি ঐক্যবদ্ধভাবে করোনাভাইরাসের মোকাবিলায় সক্ষম হবে।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সার্কভূক্ত দেশগুলির সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে করোনার মোকাবিলায় তহবিল গঠনের প্রস্তাব দিয়ে বলেছিলেন, ”কোভিড ১৯ আপৎকালীন তহবিল গঠনের প্রস্তাব দিচ্ছি। সদস্য দেশগুলি স্বেচ্ছায় অর্থদান করতে পারে। শুরুটা ১০ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে করতে পারে ভারত। চিকিৎসক ও বিশেষজ্ঞদের দল তৈরি রেখেছি ভারতে। পরীক্ষা ব্যবস্থার সামগ্রী ও অন্যান্য সরঞ্জামও প্রস্তুত রাখা হয়েছে। আপনাদের দরকার পড়লে তাঁরা পৌঁছে যাবেন।”

বিজ্ঞাপন

Leave a Reply

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading