আন্তর্জাতিক

‘মোদী হিটলার’, ‘হিন্দুস্তান মুর্দাবাদ’ স্লোগান দেওয়ালে, রাতের অন্ধকারে হিন্দু মন্দিরে ভাঙচুর চালাল খালিস্তানিরা, প্রতিবাদ স্থানীয়দের

হিন্দু মন্দিরে চলল খালিস্তানি হামলা। মন্দির ভাঙচুর করার অভিযোগ উঠল স্থানীয় খালিস্তানিদের বিরুদ্ধে। হামলার পর মন্দিরের দেওয়ালে লেখা হল ভারত বিরোধী স্লোগান। মোদীকে ‘হিটলার’ বলেও স্লোগান। এই ঘটনার সঙ্গে সঙ্গে খালিস্তানি জঙ্গির অনুগামীরা। এই ঘটনায় একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। সূত্রের খবর, মেলবোর্নের মিল পার্ক এলাকায় স্বামী নারায়ণ মন্দিরে গত মঙ্গলবার খলিস্তানিরা হামলা চালায়। রাতের অন্ধকারে হামলার পর মন্দিরের দেওয়ালে ‘হিন্দুস্তান মুর্দাবাদ’, ‘মোদী হিটলার’-সহ নানান ভারত বিরোধী স্লোগান লেখা হয়।

প্রাথমিক অনুমানের ভিত্তিতে জানানো হয়েছে যে এই হামলার নেপথ্যে রয়েছে খলিস্তানি জঙ্গি ভিন্দ্রাওয়ালার অনুগামীরা। পৃথক খালিস্তান রাজ্যের অন্যতম প্রধান দাবীদার ছিলেন ভিন্দ্রাওয়ালা। এই সন্ত্রাসবাদীর বিরুদ্ধে প্রায় ২০ হাজার হিন্দু ও শিখকে হত্যা করার অভিযোগ ছিল। অপারেশন ব্লু স্টারে নিকেশ করা হয়েছিল এই জঙ্গিকে।

মন্দিরের দেওয়ালে এই ভারত বিরোধী স্লোগান সকালে চোখে পড়ে স্থানীয় বাসিন্দাদের। এক বাসিন্দার কথায়, “আমি সকালে উঠে মন্দিরে গিয়ে দেখি হিন্দু বিরোধী স্লোগানে দেওয়াল ভরে গিয়েছে। খলিস্তানিরা যেভাবে হিন্দুদের প্রতি বিদ্বেষমূলক আচরণ করেছে, তা দেখে আমার ভয় লাগছে”। মন্দির কর্তৃপক্ষের তরফে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। অস্ট্রেলিয়ার বিশ্ব হিন্দু পরিষদের দাবী, পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে।

এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন মেলবোর্নের জনপ্রতিনিধি ইভান মুলহল্যান্ড। তিনি বলেন, “ভিক্টোরিয়ার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করেছে এই ভাঙচুরের ঘটনা। এরকম পবিত্র সময়ে হিন্দুদের প্রতি এহেন বিদ্বেষমূলক আচরণ একেবারেই মেনে নেওয়া যায় না”।

জানা গিয়েছে, মেলবোর্নের হিন্দুরা একযোগে এই হামলার বিরোধিতা করেছেন। গত বছর থেকেই অস্ট্রেলিয়ায় হিন্দুদের বিরুদ্ধে হামলা চলছে, নানান কার্যকলাপ চলছে, এমনই অভিযোগ জানানো হয়েছে পুলিশ ও সাংসদের কাছে।

Related Articles

Back to top button