আন্তর্জাতিক
নেপালি রাজনীতিতে বড় পট পরিবর্তন! পার্লামেন্ট ভেঙে দিলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি

ফের বড়োসড়ো পরিবর্তনের আভাস নেপালের রাজনীতিতে। নেপালে চলছে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরিকল্পনা।
আজ, অর্থাৎ রবিবার সকালেই এই নিয়ে জরুরি বৈঠকে বসেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। এই বিষয় নিয়ে মুখ খুলেছেন ওলি ক্যাবিনেটের শক্তিমন্ত্রী। তিনি জানিয়েছেন, আজকের বৈঠকের মুখ্য উদ্দেশ্য প্রেসিডেন্টের কাছে পার্লামেন্ট ভেঙে দেওয়ার আবেদন জানানো।
প্রসঙ্গত উল্লেখ্য, নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকুমার দাহাল, যিনি নেপাল সহ বিশ্ব রাজনীতিতে প্রচণ্ড নামেই পরিচিত, তাঁর ন্যাশনাল কমিউনিস্ট পার্টি থেকে চাপ আসার পরেই এই ঘটনা। পার্লামেন্ট ভেঙে দেওয়ার উদ্দেশ্যে কে পি শর্মা ওলি শনিবার সন্ধেবেলাতেই প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারীর সঙ্গে রাজনৈতিক সমীকরণ নিয়ে এক প্রস্ত জরুরি আলোচনার জন্য দেখাও করেন বলে জানা যাচ্ছে।