বিস্ময়কর খোঁজ দুই ভারতীয় পড়ুয়ার। পচা টোমাটো থেকে এবারে তৈরী হবে বিদ্যুৎ।

বিস্ময়কর আবিষ্কার করে দেখালেন দুই ভারতীয় বংশোদ্ভূত মেধাবী। এবারে আবিষ্কার হলো পচা টোমাটো থেকে বিদ্যুৎ উৎপাদন, যা এককথায় বিস্ময়কর৷
সম্প্রতি আমেরিকার প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়েছে এই দুই ভারতীয় বংশোদ্ভূত মেধাবীর গবেষণা পত্র। এই দুই মেধাবী পড়ুয়ারা হলেন নমিতা শ্রেষ্ঠা এবং ভেঙ্কটরমন গাধামশেঠি৷ তাদের সঙ্গী হিসেবে এই গবেষণায় কাজ করেছেন মার্কিন পড়ুয়া অ্যালেক্স ফস৷
এউ গবেষণা সম্বন্ধে তাদের বক্তব্য যে, ফ্লোরিডায় প্রতিবছর প্রচুর পরিমাণে টোমাটো নষ্ট হয়। সেসময়ই তাদের মাথায় আসে পচা টোমাটো নিয়ে কিছু করার। গবেষণা করে শেষ অবধি পচা টোমাটো থেকে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হন তাঁরা। তাঁরা জানতে পারেন যে পচা টোমাটোতে মাইক্রোবিয়াল ইলেকট্রোকেমিক্যাল নামক পদার্থ যোগ শক্তিশালী বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব৷ আপাতত তাদের গবেষণায় প্রতি ১০ মিলিগ্রাম টোমাটো থেকে উৎপন্ন হচ্ছে ০.৩ ওয়াট বিদ্যুৎ। গবেষণার দ্বারা পরবর্তীতে এর পরিমাণ আরও বাড়ানো যাবে বলেও আশাবাদী এই মেধাবী পড়ুয়ারা৷