দেউলিয়া হওয়ার পথে পাকিস্তান, টাকা থেকে জ্বালানি সবই তলানিতে, আর্থিক সংকট কাটাতে গোটা দেশে ছুটি ঘোষণা করতে পারে পাক সরকার

সরকার বদল হয়েছে ঠিকই, কিন্তু পাকিস্তানের (pakistan) হাঁড়ির হাল পাল্টায়নি। চরম আর্থিক সংকটের (economic crisis) মুখে ভারতের প্রতিবেশী দেশ। জ্বালানি বাঁচাতে এবার নতুন পন্থা খুঁজছে পাকিস্তান। কর্মদিবস কমিয়ে জ্বালানি সাশ্রয় করা যায় কী না, তা চিন্তাভাবনা করছে পাক সরকার (Pak Government)। তাদের দাবী, কর্মদিবস খানিকটা কমানো গেলে বছরে ২.৭ বিলিয়ন ডলার (dollar) সাশ্রয় করা যাবে।
এই আর্থিক সংকট কাটাতে তিনটি সম্ভাব্য পন্থা বেছেছে পাকিস্তান। এই পন্থা অবলম্বন করলে বছরে ১.৫ বিলিয়ন থেকে ২.৭ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা যেতে পারে বলে মনে করছে পাক সরকার।
জানা যাচ্ছে, ২০২১-২২ অর্থবর্ষে জুলাই থেকে এপ্রিল পর্যন্ত পাকিস্তানে জ্বালানি তেলের আমদানি বেড়েছে ১৭ বিলিয়ন মার্কিন ডলার। বিগত অর্থবর্ষের একই সময়ের হিসেবের তুলনায় এই খরচ প্রায় ৯৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মালবহন এবং পরিবহনের খরচ বাদ দিলেও পাকিস্তানে প্রতি সপ্তাহে একটি কর্মদিবসে ৬৪২ মিলিয়ন ডলার খরচ হয় বলে খবর। এই কারণেই এবার তাই কর্মদিবস কমিয়ে খরচ বাঁচাতে চাইছে পাক সরকার।
এমন পরিস্থিতি থেকে বাঁচতে তিনটি সম্ভাব্য পন্থা প্রস্তাব করা হয়েছে। প্রথমটি হল, কর্মদিবস কমিয়ে চারটি করে ছুটি দেওয়া। এর জেরে একমাসে ১২২ মিলিয়ন ডলার সাশ্রয় হবে হলে বার্ষিক সাশ্রয় হবে ১.৫ বিলিয়ন মার্কিন ডলার। দ্বিতীয় পন্থা হল, সপ্তাহে চারটি কর্মদিবস করা। বাকি দুটি ছুটি ও একটি লকডাউন করা। এমনটা করলে একমাসে মাসে ১৭৫ মিলিয়ন ডলার এবং বার্ষিক ২.১ বিলিয়ন ডলার সাশ্রয় করা যাবে বলে জানাচ্ছে সে দেশের সরকার।
আর তৃতীয় পন্থাটি হল, সপ্তাহে চারটি কর্মদিবস, দু’দিন লকডাউন ও একটি ছুটি। এই পন্থা অবলম্বন করে মাসিক সাশ্রয় হবে ২৩০ মিলিয়ন মার্কিন ডলার। এদিকে বার্ষিক সাশ্রয় হওয়ার সম্ভাবনা ২.৭ বিলিয়ন মার্কিন ডলার। এই তিন পন্থার মধ্যে পাক সরকার কোনটা চালু করে, এখন সেটাই দেখার।
এদিকে আবার সরকারের তরফে বিদ্যুৎ সাশ্রয়ের জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। কর্মদিবস কমিয়ে শুধুমাত্র দিনের বেলায় কাজ করার কথা বলা হচ্ছে যাতে বিদ্যুৎ সাশ্রয় করা যায়। এমনকি, বৈদেশিক মুদ্রা বাঁচানোর জন্য গত সপ্তাহেই ৩৮টি বিদেশী পণ্য পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছে বলে জানা গিয়েছে। এই নিষিদ্ধ পণ্যের মধ্যে রয়েছে পাস্তা, মোবাইল ফোন, জ্যাম ও আরও নানান জিনিস।