বিচিত্র দেশ বটে, পাকিস্তানি বিয়েতে জামাইকে শাশুড়ির উপহার একে-৪৭

জামাই বলে কথা! উপহারে বিচিত্রতা তো রাখতেই হবে। তা বলে এত বিচিত্র!
এইরকম উপহার পেলে যে কারোরই গোটা জীবন মনে রাখার কথা। তবে দেশটার নাম যখন পাকিস্তান তখন উদ্ভট কিছু হওয়া এমন কিছু অস্বাভাবিক নয়।
কিন্তু কোনওদিন কি শুনেছেন বা দেখেছেন কাউকে, বিয়েতে কেউ আগ্নেয়াস্ত্র উপহার দিচ্ছেন! তাও আবার যে সে নয় একেবারে একে ৪৭!
সম্প্রতি পাকিস্তানে অনুষ্ঠিত একটি বিয়ের অনুষ্ঠানে ঘটা আজব ঘটনার ভিডিওই সামনে এসেছে। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই তা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকহারে ভাইরাল হয়েছে।
কি দেখা যাচ্ছে ওই ভিডিওতে?
ভাইরাল ওই ভিডিওতে এক মহিলাকে বরের হাতে একে ৪৭ এর মতো মারাত্মক রাইফেল তুলে দিতে দেখা যাচ্ছে।
Kalashnikov rifle as a wedding present pic.twitter.com/BTTYng5cQL
— Adeel Ahsan (@syedadeelahsan) November 25, 2020
তবে না চমকে এই আজব উপহার দেখে উপস্থিত লোকজনকে উচ্ছ্বাস প্রকাশ করতে শোনা গিয়েছে, যেন এটা খুব খুশির ব্যাপার।উপহার হাতে পেয়ে নতুন বর বন্দুক হাতে পোজও দেন।
৩০ সেকেন্ডের এই ভিডিও নিয়ে নেটিজেনরা ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ ক্ষোভও প্রকাশ করেছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় একে-৪৭ এর মত উপহার দেখেও বর বা কনে, কারোর চোখে-মুখেই চমকে ওঠার কোনও ছাপ ছিল না।
এই ভিডিও পাক সাংবাদিক আদিল এহসান তাঁর ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন। ওই মহিলা প্রথমে বরের মাথায় চুম্বন এঁকে দিয়ে উপহার হিসেবে ওই রাইফেল তুলে দেন।