International

রকেটের গায়ে আঁকা ব্রিটেন, আমেরিকা, জাপানের পতাকা মুছে দিল রাশিয়া, থাকল শুধু ভারতীয় পতাকা

বিজ্ঞাপন

রকেটের গায়ে আঁকা ছিল নানান দেশের পতাকা। এর মধ্যে ছিল আমেরিকা, জাপান, ব্রিটেন, ভারত। তবে এক এক করে সব দেশের পতাকা মুছে দিল রাশিয়া। তবে বাদ দিল ভারতীয় পতাকাকে। এমন ঘটনার একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে।

বিজ্ঞাপন

এই ভিডিওতে দেখা যাচ্ছে মহাকাশে পাঠানোর জন্য রকেটের গায়ে আঁকা রয়েছে রাশিয়া, আমেরিকা, ব্রিটেন, ভারত ও জাপানের পতাকা। কিন্তু সেই রকেট থেকে ভারত ছাড়া বাকি সব দেশের পতাকা মুছে দিল রাশিয়া।

বিজ্ঞাপন

এই প্রসঙ্গে রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস-এর প্রধান দিমিত্রি রোগোজিন টুইট করে জানান, “বৈকানুরে মহাকাশযান উৎক্ষেপণকারী রকেট থেকে বেশ কয়েকটি দেশের পতাকা সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ওই পতাকা ছাড়াই সুন্দর দেখাচ্ছে আমাদের রকেট”।

বিজ্ঞাপন

https://twitter.com/Rogozin/status/1499043075586469900?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1499043075586469900%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Fworld%2Frussia-ukraine-war-russia-removes-the-flag-of-usa-uk-and-japan-from-rocket-except-indias-flag-dgtl%2Fcid%2F1331862

বিজ্ঞাপন

কিন্তু বেছে বেছে ওই তিনটি দেশের পতাকাই কেন মুছল রাশিয়া? তা অবশ্য বেশ স্পষ্ট বলেই মত কূটনৈতিক বিশেষজ্ঞদের। তাদের মতে, এর অন্যতম কারণ হল ইউক্রেনের উপর রাশিয়ার হামলার বিরোধিতা ও এই ঘটনার জেরে রাশিয়ার উপর চাপানো নানান নিষেধাজ্ঞা।

ব্রিটেন, আমেরিকা প্রথম থেকেই ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের বিরোধিতা করে এসেছে। এই দুই দেশ রাশিয়াকে হুঁশিয়ারিও শানিয়েছে বলে জানা গিয়েছে। তাছাড়া, আন্তর্জাতিক মহলে রাশিয়াকে কোণঠাসা করার জন্য আমেরিকা, ব্রিটেন, জাপান, ইউরোপীয় ইউনিয়ন অর্থনৈতিক দিক থেকে পদক্ষেপ নিয়েছে।

বিজ্ঞাপন

রাশিয়ার আর্থিক অবস্থা খারাপ করার চেষ্টা চালাচ্ছে এই দেশগুলি। কিন্তু অন্যদিকে আন্তর্জাতিক মহলে ইউক্রেন ও রাশিয়ার সংঘাত নিয়ে নিরপেক্ষ রয়েছে ভারত। রাষ্ট্রসংঘে এই নিয়ে ভোট দেওয়া থেকেও বিরত থেকেভহে ভারত। এই কারণেই বাকি দেশের উপর ক্ষুব্ধ হয়ে রকেট থেকে তাদের পতাকা মুছে দিল রাশিয়া।

বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading