আন্তর্জাতিক

কোভিডের থেকেও আরও মারাত্মক অতিমারি হানা দেবে পৃথিবীতে, এখন থেকেই সতর্ক হতে হবে, সাবধানী বার্তা হু প্রধানের

ভবিষ্যতে করোনার থেকেই আরও মারাত্মক অতিমারি পৃথিবীতে হানা দেবে। সেই কারণে এখন থেকেই সতর্ক থাকা উচিত। এমনটাই সাবধানী বার্তা দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান ট্রেডস অ্যাডানম গেব্রিয়েসাস। তিনি সতর্ক করে বলেন, কোভিড চলে গিয়েছে বলে নিশ্চিন্তে থাকার কোনও কারণ নেই। পরবর্তী অতিমারির জন্য এখন থেকেই প্রস্তুত থাকতে হবে বিশ্ববাসীকে।

গতকাল, মঙ্গলবার ছিল ৭৬তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশ। সেখানে অতিমারী সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করেন হু প্রধান ট্রেডস অ্যাডানম গেব্রিয়েসাস। এই সঙ্গে বিশ্বের সমস্ত দেশকে সতর্ক করে বলেন, “পরবর্তী মহামারী দরজায় দাঁড়িয়ে। নিশ্চিন্ত হলে চলবে না। এখনই তার জন্য প্রস্তুতি না হলে কখন হবেন”?

হু প্রধান আরও জানান, ভবিষ্যতে বিশ্বে কোভিডের আরও একটি উপরূপ হানা দিতে পারে। সেই উপক্রম রোগী এবং মৃত্যুর সংখ্যা কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। এমনকী কোভিডের থেকেও মারাত্মক ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি।, সতর্কতা ছাড়া রাস্তা নেই বলেই মত তাঁর।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ভারতে ফের করোনা সংক্রমণের সংখ্যা বাড়তে শুরু করেছে। এপ্রিলের শেষের দিকে আশি হাজারে পৌঁছে গিয়েছিল সংক্রমণ। মৃত্যু সংখ্যা নিয়েও বাড়ে উদ্বেগ। মাঝে করোনায় আক্রান্ত হয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তবে ভারত তথা গোটা বিশ্বে এখনও পর্যন্ত করোনা আতঙ্ক জাগানোর মতো পরিস্থিতিতে পৌঁছয় নি। আর এরই মধ্যে আরও শক্তিশালী অতিমারির সতর্কতা দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

debangon chakraborty

Related Articles

Back to top button