কলকাতা
কলেজের পোশাকেও কাটমানি গুনছেন কলেজ কর্মী এবং ছাত্র নেতারা?

সাধারণত কোনো সরকারি পলিটেকনিক কলেজেই নির্দিষ্ট ইউনিফর্ম চালু নেই। তবে ব্যতিক্রম বি টি রোডের উপর বিড়লা ইনস্টিটিউট অব টেকনোলজি-তে৷ বিগত কয়েক বছর ধরেই এই সরকারি পলিটেকনিক কলেজটিতে রয়েছে নির্দিষ্ট একটি ইউনির্ফম। আর তা আবার বানানোর প্রথা রয়েছে কলেজ থেকেই ঠিক করে দেওয়া বিটি রোডের নিকট একটি নির্দিষ্ট দোকান থেকে। ২০১৫ পর্যন্ত ছাত্র ছাত্রীদের নির্দেশ ছিল স্বস্তিক নামে একটি দোকান থেকে ইউনির্ফম বানানোর কিন্তু ২০১৬ থেকে সেটি পরিবর্তন করে করা হয় টপ কালেকশন নামে একটি দোকান। অনেক ছাত্রছাত্রীদেরই দাবী যে এর পেছনে খেলা চলছে কাটমানির৷
ছাত্রছাত্রী সূত্রে খবর, নয়া বর্ষে ছাত্রছাত্রীরা ভর্তি হওয়ার সময়ই সেই কলেজের সিনিয়ররা নয়া ছাত্রছাত্রীদের জানিয়ে দিচ্ছে যে তাদের ইউনিফর্ম টপ কালেকশন নামক দোকান থেকে কিনতে তবে। একটি ইউনিফর্ম বানাতে খরচ পড়ছে কমপক্ষে ৩০০০ থেকে ৩৫০০। স্বাভাবিকভাবেই মেধা তালিকা থেকে উঠে আসা দরিদ্র ছাত্রছাত্রীদের নিকট এই বিষয়টি হয়ে উঠছে সমস্যার। এই নিয়ে কলেজ কর্তৃপক্ষকে অনেকবার জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ।