কলকাতারাজ্য

ফের ফাটল উড়ালপুলের স্তম্ভে। বন্ধ যান চলাচল৷

ফের ফাটল ধরা পরলো উড়ালপুলের স্তম্ভে। আতঙ্কে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হলো যান চলাচল৷ আজ ইঞ্জিনিয়ারদের চোখে সেই ফাটল ধরা পরলে সঙ্গে সঙ্গেই পুলিশ এসে যান চলাচল বন্ধ করে দেয় সেই উড়ালপুলের ওপর দিয়ে৷

 

এবারে ফাটল দেখা দিয়েছে উল্টোডাঙার ভিআইপি রোড এবং ইএম বাইপাসের সংযোগকারী উড়ালপুলে৷ গতকাল নিয়মমাফিক উড়ালপুলটি পরিদর্শনে যান কেএমডি এর ইঞ্জিনিয়াররা। সেসময়ই এই ফাটল দেখতে পান তাঁরা৷ তৎক্ষণাত পুলিশ ডেকে এবে বন্ধ করে দেওয়া হয় যানবাহন চলাচল।

উড়ালপুলটি আপাতত বন্ধ থাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে নিকটবর্তী এলাকাগুলোতে। তবে কেনো এই ফাটল ধরলো তা এখনও জানা যায়নি। এই নিয়ে নির্মাণকারী সংস্থাকে তলব করা হতে পারে বলে জানা গিয়েছে৷ সম্ভবত আজ পুঙ্খানুপুঙ্খ ভাবে পর্যবেক্ষণ করা হবে উড়ালপুলটির৷ এরপরই তা জনসাধারণের জন্য খোলা যাবে কীনা তা জানাবেন ইঞ্জিনিয়াররা৷

Related Articles

Back to top button